ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ শেষে খুব বেশি বেশি বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। কারণ এরপরই দেশে বসবে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লড়াই বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এফটিপিতে ছিল আফগানদের সঙ্গে বাংলাদেশের সিরিজ। যেখানে দুই দেশ একটি টেস্ট ও দুটি টি টুয়েন্টি খেলতে ঢাকায় আসার কথা ছিল রশিদ খান ও মোহাম্মদ নবিদের। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও বিসিবির সমঝোতায় সেটি হয়ে না হয়ে হবে ত্রিদেশীয় সিরিজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিরিজের সূচি প্রকাশ করেছে এসিবি। ১৪ সেপ্টেম্বর আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু সিরিজ। ১৫ সেপ্টেম্বর আফগানদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। ডাবল লিগের এই সিরিজে ১৮ সেপ্টেম্বর ফের আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে শেষ প্রথম রাউন্ড। ৩ সেপ্টেম্বর পয়েন্টে শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
বাংলাদেশে অনুষ্টেয় এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হবে অধিনায়ক রশিদ খানের। এই লেগ স্পিনারকে এরইমধ্যে ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব তুলে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
Discussion about this post