ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৩৩ রানে নেই ৫ উইকেট। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি সহজেই জিততে যাচ্ছে কুমিল্লা। কিন্তু লো-স্কোরিং লড়াইয়ে চমক জমা আছে কে জানতো?
সাত নম্বরে ব্যাট করতে নেমে একাই ম্যাচটা জমিয়ে দিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের সোহাগ গাজী। তার সঙ্গে লোয়ার অর্ডারের চমকে ম্যাচ টাই। সুপার ওভারে মুজিব উর রহমানের প্রথম বলে ৪ মারেন সিলেটের ক্যাপ্টেন আন্দ্রে ফ্লেচার। পরের ৫ বলে ফ্লেচার ও শেফ্রান রাদারফোর্ড মিলে তুলেন আরও ৩ রান। কুমিল্লার লক্ষ্য মাত্র ৮।
এরপর সুপার ওভারে সিলেটের বোলিংয়ে দায়িত্ব পান নাভিদ উল হক। আফগান পেসারের প্রথম বলে ২ রান তুলেন ডেভিড ভিসা। পরের বলে লেগ বাই থেকে এক। তৃতীয় বলে ক্যাচ দিয়ে আউট সৌম্য সরকার।
চতুর্থ বলে বাউন্ডারি মারেন ভিসা। পঞ্চম বলে জয়সূচক সিঙ্গেল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচ জিতে কুমিল্লা।
এর আগে নির্ধারিত শেষ ওভারে জিততে সিলেট থান্ডারের দরকার ছিল ১৫ রান। কুমিল্লা কুমিল্লা ওয়ারিয়র্সের ২ উইকেট। এমনই দৃশ্যপট বল হাতে আল আমিন হোসেন। তার প্রথম দুই বলে টানা দুই চার নাভিদ উল হকের। ম্যাচটা মনে হচ্ছিল স্বাগতিকদের হাতের নাগালে। কিন্তু তৃতীয় বলেই আউট নাভিদ, দৌড়ে এক রান অবশ্য নিয়ে ফিরলেন। এরপর এবাদত হোসেন চতুর্থ বলে নিলেন ২ রান। জিততে শেষ দুই বলে চাই ৪। পরের বলে এবাদত নেন ১ রান। এরপরের টি ওয়াইড। মানে শেষ বলে চাই ২ রান। কিন্তু এক রান নিয়ে পরেরটি নিতে পারলেন না মনির হোসেন। রানআউট! ম্যাচ টাই!
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে কুমিল্লা ওয়ারিয়র্স। সৌম্য সরকারের দল তুলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান। জবাবে নেমে সিলেট ২০ ওভারে অলআউট হয়ে তুলে ১৪০!
বৃহস্পতিবার রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখা গেল বঙ্গবন্ধু বিপিএলে। ৯ ম্যাচে চতুর্থ জয়ে কুমিল্লার অর্জন ৮ পয়েন্ট। সমান ম্যাচে একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৪০/৯ (থারাঙ্গা ৪৫, ফন জিল ১০, সৌম্য ৫, সাব্বির ১৭, ইয়াসির ৫, ভিসা ১৫, অঙ্কন ১৯*, আবু হায়দার ৭, সানজামুল ০, মুজিব ৩; নাভিন ৪-০-২৫-০, ইবাদত ৪-০-৩৩-৩, সোহাগ ৩-০-২৩-২, নাঈম ২-০-১২-০, মনির ৩-০-২১-০, রাদারফোর্ড ৪-০-১৯-৩)।
সিলেট থান্ডার: ২০ ওভারে ১৪০/১০ (চার্লস ০, রনি ২, মিঠুন ১৩, রাদারফোর্ড ১৫, ফ্লেচার ১, মিলন ১৩, সোহাগ ৫২, নাঈম ০, নাভিন ১৫, মনির ১৬*, ইবাদত ৩*; সানজামুল ৪-০-২৪-১, মুজিব ৪-০-১২-৪, ভিসা ৪-০-৩১-১, আল আমিন ৪-০-৩০-২, সৌম্য ২-০-২২-০, আবু হায়দার ২-০-১৭-০)।
ফল: ম্যাচ টাই, সুপার ওভারে কুমিল্লা জয়ী
ম্যাচসেরা: মুজিব উর রহমান
Discussion about this post