করোনা কালে কোন আয়োজন মানেই বাড়তি সতর্কতা। ক্রিকেটেও একই দৃশ্যপট। সিরিজ শুরু হতে সপ্তাহখানেকের বেশি বাকি থাকলেও শনিবার রাতে বাংলাদেশে পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজ শুরুর ১০ দিন আগে চলে এসেছে তারা। এরইমধ্যে অনুশীলন পর্বে দলটি চলে গেছে সিলেটে। যদিও এখানে সফরে একটি ম্যাচও নেই!
সিলেটে এক সপ্তাহের ক্যাম্প চলবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে আসতে চেয়েছিল তারা। আর বিসিবিও সেই প্রস্তাবে সাড়া দিয়েছে। যদিও আফগানিস্তানের বড় তারকা ক্রিকেটার রশিদ খান থাকছেন না ক্যাম্প পর্বে।
লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন তিনি। ১৯ ফেব্রুয়ারি পিএসএলে শেষ ম্যাচ খেলবেন। এরপর ২০ ফেব্রুয়ারি আসবেন এই স্পিনার। বিপিএলে খেলা আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার নিজ দলের ম্যাচ শেষ হলেই যোগ দেবেন দলে।
সব কিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানের ক্যাম্প চলবে সিলেটে। ১৮ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি হবে বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে। একদিন বাদেই দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি। তারপর ঢাকায় দুইটি টি-টুয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বেলা ১১টা
দ্বিতীয় ওয়ানডে ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বেলা ১১টা
তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বেলা ১১টা
টি-টুয়েন্টি সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম টি-টুয়েন্টি ৩ মার্চ ঢাকা বিকেল ৩টা
দ্বিতীয় টি-টুয়েন্টি ৫ মার্চ ঢাকা বিকেল ৩টা
Discussion about this post