জয় দিয়ে শুরু, জয় দিয়ে শেষ! হাসিমুখেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করল পাকিস্তান।
রোববার কিংসটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়েছে মোহাম্মদ হাফিজের দল। ৩-১-এ ওয়ানডে সিরিজ জেতা পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজ জিতল ২-০ তে।
পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। কিন্তু সেই সংগ্রহ টপকে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ২০ ওভারে তারা করে ১২৪ রান।
পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদ করেন ৪৪ রান। ৩৬ বলে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন আকমল।
জবাবে খেলতে নেমে ১৭ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ব্রাভো। নারাইন ও পোলার্ডের সংগ্রহ যথাক্রমে ২৮ ও ২৩ রান।
ম্যাচসেরা উমর আকমল। সিরিজ সেরা জুলফিকার বাবর।
সংক্ষিপ্ত স্কোর- পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৭ (শেহজাদ ৪৪, হাফিজ ১০, আকমল ৪৬, বাবর ১১× ; নারাইন ৩/২৬)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৪/৯ (ব্র্যাভো ৩৫, নারাইন ২৮, পোলার্ড ২৩; বাবর ২/৩৭, তানভীর ২/২০)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী
ম্যাচ সেরা: উমর আকমল
সিরিজ: পাকিস্তান ২-০ তে জয়ী
সিরিজ সেরা: জুলফিকার বাবর
 
			 
                                









Discussion about this post