রোববার পাল্লেকেলেতে চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ২৩৯ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচ এবং সিরিজ দুটিই জিতে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। দারুন ব্যাট করেছেন ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। দিলশানের অনবদ্য সেঞ্চুরি আর সাঙ্গাকারার ৯১ রানের সুবাদে শ্রীলঙ্কা ৮ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে। আর এ মাঠে এটাই রান তাড়া করে সবচেয়ে বড় জয়। তাও ৩৬ বল হাতে রেখে। ১২ রানে লোনাবো সোতসোবের বলে আউট হয়ে ফিরে যান মাহেলা জয়াবর্ধনে। এরপর দিলশান-সাঙ্গাকারা ১৮৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এরপর সাঙ্গাকারা সেঞ্চুরি হাতছাড়া করলেও দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন দিলশান ১১৫ ও লাহিরু থিরিমানে ১ রানে। দিলশান তার ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি করেন ১৩০ বলে ১৬ চারে। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অল আউট হয়ে যায়। দুর্ভাগ্য জেপি ডুমিনির। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না এ প্রোটিয়া ব্যাটসম্যান। ৯৭ রান করে মেন্ডিসের বলে বোল্ড হয়ে ফেরেন ডুমিনি। ওপেনার হাশিম আমলা করে যান ৭৭ রান। কিন্তু আর কোনো ব্যাটসম্যানের ব্যাট চওড়া হয়ে ওঠেনি।
সংক্ষিপ্ত স্কোর : দ. আফ্রিকা : ২৩৮/১০, ৪৮.৪ ওভার (ডুমিনি ৯৭, আমলা ৭৭, ডু প্লেসিস ২৩, পিটারসন ১৩; মেন্ডিস ৪/৫১, মালিঙ্গা ৩/৫২, দিলশান ২/৪০)। শ্রীলঙ্কা : ২৩৯/২, ৪১ ওভার (দিলশান ১১৫*, সাঙ্গাকারা ৯১; সোতসোবে ১/৪৮)
ফল : শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : তিলকরত্নে দিলশান
সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ৩-১-এ জয়ী
Discussion about this post