কঠিন দুঃসময়ে দাঁড়িয়েছিলেন তিনি। ব্যাট হাতে ছিল না ধারাবাহিকতা। সব মিলিয়ে ছিটকে পড়েন জাতীয় দল থেকে। সেই ধাক্কা সামলে উঠা হয়নি। প্রায় আড়াই বছর জাতীয় দলের বাইরে। সেই সাব্বির রহমান ঘরোয়া ক্রিকেটেও ছিলেন না রানে। অবশেষে চেনা ছন্দে দেখা গেল তাকে। সোমবার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে শতরান হাঁকালেন তিনি।
এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমে ইনিংস বড় করতে পারছিলেন না সাব্বির। তবে এবার সব হতাশা পেছনে ফেলে এই ডানহাতি ব্যাটসম্যান ঝলসে উঠলেন। দারুণ খেলে ৮৮ বলে ৮টি চার ৯ ৬টি ছয়ের মারে সেঞ্চুরি তুলে নেন সাব্বির।
সাব্বিরের ব্যাটে লিগে ১০ ম্যাচে ছিল না কোনো ফিফটি। ৪২, ২৫*, ১, ৩০, ১৮, ২, ১৫, ৪৬, ২১ মিলিয়ে ৯ ইনিংসে ব্যাট হাতে করেন ২০০ রান। তবে সুপার লিগের জন্যই বুঝি চমক জমিয়ে রেখেছিলেন তিনি।
এবার লিস্ট এ ক্রিকেটে সাব্বির তুলে নিলেন তার চতুর্থ সেঞ্চুরি। এই শতকে জানিয়ে দিলেন সাব্বির ফুরিয়ে যাননি। শেষ অব্দি ১১১ বলে ১২৫ রান করে ফেরেন লিজেন্ডসদের এই তারকা ব্যাটসম্যান।
সোমবার সাব্বিরের শতরান ও চিরাগ জানির ৬৬ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংসে লিজেন্ডস অব রূপগঞ্জ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩২৫ রান।
Discussion about this post