ঢাকা থেকে কলকাতা পা দিয়েই ছিলেন হোটেল বন্দি। করোনা শঙ্কায় দেশটিতে নেমেই ছিলেন সাতদিনের কোয়ারেন্টাইনে। এই পর্ব শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব ঠিক থাকলে বাংলাদেশের এই তারকা দলের হয়ে খেলবেন প্রস্তুতিমূলক ম্যাচ।
শনিবার প্রথম দিনে করেন হালকা অনুশীলন। এনিয়ে কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, ‘মাত্রই কোয়ারেন্টাইন শেষ করে ফিরেছেন সাকিব। ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিলেন তিনি। তবে আইপিএল শুরুর আগে নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ থাকছে ওর। সোমবার প্রস্ততি ম্যাচে খেলবেন তিনি।’
গত আইপিএলে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সাকিব। জুয়াড়িদের প্রস্তাব গোপন রেখে নিষিদ্ধ ছিলেন একবছর। বিরতি শেষে ফিরলেন নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন সাকিব। ২০১৮ সালের পর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেন।
এবােরে নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। এই টাইগার ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।
এবারের আইপিএলে সাকিবের খেলা নিয়ে হয়েছে অনেক নাটক। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে ছুটিনেন তিনি। ১ এপ্রিল থেকে ১৮ মে- ৪৮ দিন ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মিস করেন টাইগারদের নিউজিল্যান্ড সফর।
Discussion about this post