শুরুতেই ব্যাটিং বিপর্যয়! তারপর মাথা উঁচু করে লড়লেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। তাদের ১০১ রানের জুটিতেই পথ খুঁজে পেলো বাংলাদেশ। যদিও ১৯৩ রানে ৭ উইকেট পড়ার পর দ্রুত অলআউট হয়ে যাওয়ার শঙ্কা ছিল। কিন্তু নাসুম আহমেদ দেখালেন চমক। শেখ মাহেদি হাসানকে নিয়ে ৮ম উইকেটে গড়েন ৩৬ বলে ৪৫ রানের জুটি। ৪৫ বলে ৪৪ করে আউট নাসুম। শেখ মেহেদী অভিষিক্ত তানজিম হাসান সাকিবকে নিয়েও পান জুটি। ১৬ বলে তুলেন ২৭ রান।
তার পথ ধরে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে শুক্রবার ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করাল বাংলাদেশ। শেষটাতে এই পথ গড়ে দেন নাসুম আহমেদ, মাহেদী হাসান ও তানজিদ হাসান সাকিব।
নাসুম ৪৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৪৪। মাহেদী ২৩ বলে ৩ চারে অপরাজিত ২৯। তার সঙ্গে ৪ বলে ১টি চার ও ১ ছক্কায় ১৪ রানে অপরাজিত তানজিম হাসান। সাকিব আল হাসান ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ ও হৃদয় ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রান তুলেন।
কলম্বোতের এদিন ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেন সাকিব। তুলে নিলেন ক্যারিয়ারের ৫৫তম ফিফটি। ৬৫ বলে ৫টি চার ও ১ ছক্কায় ফিফটি করেন তিনি। হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন অধিনায়ক সাকিব। শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে যান বাংলাদেশের অধিনায়ক। খেলেন ৮৫ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিং।
বল হাতে ভারতের শার্দুল ঠাকুর ১০ ওভারে ৬৫ রান দিয়ে ৩টি উইকেট তুলেন। ৮ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮(তানজিদ ১৩, লিটন ০, বিজয় ৪, সাকিব ৮০, মিরাজ ১৩, হৃদয় , শামীম ১, নাসুম ৪৪, শেখ মেহেদী ২৯, তানজিম ১৪ ; শামি ২/৩২, শার্দুল ৩/৬৫, প্রসিদ ১/৪৩, আকসার ১/৪৭, তিলক ০/২১ ০/২১, জাদেজা ১/৫৩)
Discussion about this post