একনজরে বিসিবির ১২ তম সভা শেষে সিদ্ধান্ত-আলোচনা
১. ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম গঠন
২. পূর্বাচলে স্টেডিয়ামের দরপত্র বাতিল
৩. বিপিএল নিয়ে আলোচনা
৪. ত্রাণ কর্মসূচি
৫. থার্ড ডিভিশন কোয়ালিফাইং রিভাইভ করা (৫ লাখ টাকা এন্ট্রি ফি আর থাকবে না)। যে দুই ক্রিকেটারকে নি’ষি’দ্ধ করা হয়েছিল তাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত
৬. কে কোন দপ্তর পাবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি
৭. সাকিব ইস্যুতে সিদ্ধান্ত- খেলতে বাধা নেই
৮. জমি ক্রয়- আরও অনেক জায়গা পরিদর্শন করা নিয়ে আলোচনা
৯. ২০২৩ সালের বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে।
ক্যারিয়ারে ফের কঠিন সময়ে পড়েছেন সাকিব আল হাসান। হত্যা মামলার আসামি হওয়ায় শঙ্কায় তার ক্যারিয়ার। এখন পাকিস্তানে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত তিনি। এরপরই যাবেন ইংল্যান্ডে। খেলবেন কাউন্টি ক্রিকেটে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বৃৃহস্পতিবার এটি নিশ্চিত করেছেন।
পাকিস্তান সিরিজ শেষ হলেও দেশে ফিরবেন না সাকিব। ভারত সিরিজে তিনি অংশ নেবেন সরাসরি সে দেশে গিয়ে।
বিসিবি এদিন জরুরি বৈঠকে বসে। সভা শেষে সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘তাকে এনওসি (কাউন্টিতে খেলতে অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। ভারত সিরিজ বাইরে থেকেই খেলবে, সিরিজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত হবে। সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’
এছাড়াও বিসিবির এই ১২তম সভায় আলোচনা করা হয় অডিট ফার্ম গঠন, পূর্বাচলে স্টেডিয়ামের দরপত্র বাতিল, বিপিএল নিয়ে আলোচনা, ত্রাণ কর্মসূচি, থার্ড ডিভিশন কোয়ালিফাইং রিভাইভ করা, জমি ক্রয় ও জায়গা পরিদর্শনসহ আরও কিছু বিষয়।
টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে আপাতত সিদ্ধান্ত জানাননি সদ্য সভাপতির দায়িত্বে বসা ফারুক আহমেদ।পাকিস্তান সিরিজের পর কোচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Discussion about this post