অবশেষে স্বস্তির জয়! অবশেষে হাসিমুখ বাংলাদেশের। টানা ৬ হারের পর বিশ্বকাপে মাঠে জয় দেখল সাকিব আল হাসানের বাংলাদেশ। সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা।
দিবা-রাত্রির এই ম্যাচে টস জেতেন সাকিব। প্রথমে বল হাতে নিয়ে শ্রীলঙ্কাকে থামিয়ে দেন ২৭৯ রানে। এরপর জবাব দিতে নেমে দারুণ ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তাদের আশি ছাড়ানো ইনিংসের পথ ধরে বাংলাদেশ ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে পা রাখে জয়ের বন্দরে!
ম্যাচে ১২ চার ও ২ ছক্কায় মাত্র ৬৫ বলে ৮২ রান করেছেন সাকিব। তার বিদায়ের ভাঙে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়া ১৬৯ রানের তৃতীয় উইকেট জুটি। এরপর অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড শান্ত। ১২ চারে ১০১ বলে তিনি খেলেন ৯০ রানের ইনিংস।
বিশ্বকাপে নব্বইয়ের ঘরে আউট হওয়া দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান শান্ত। প্রথমজন তামিম ইকবাল, ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে। সাকিব-শান্ত ফিরে যাওয়ার পর কিছুটা নাটকীয়তা আসে ম্যাচে। কিন্তু শেষ অব্দি জয় তুলে নেয় বাংলাদেশ!
এর আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি শ্রীলঙ্কা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে নেমে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
বল হাতে বাংলাদেশের তানজিম হাসান সাকিব ১০ ওভারে ৮০ রান দিয়ে ৩টি উইকেট তুলেন। ১০ ওভারে ৫৭ রান দিয়ে ২টি উইকেট নেন সাকিব আল হাসান। আর ৯.৩ ওভারে ৫২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৪৯ রান দিয়ে শিকার করেন ১ উইকেট।
ব্যাট হাতে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিনি ১০৫ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ১০৮ রান। এছাড়া পাথুম নিসাঙ্কা ৪১, সাদিরা সামারাবিক্রমা ৪১ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩৪ রান করে ফেরেন।
তবে ইনিংসটাতে আলোচিত ছিল একটা আউট। বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটল এমন ঘটনা। সাদিরা সামারাউইক্রামা আউট হওয়ার পর ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু কোনো বল না খেলেই ফিরে যান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ব্যাটসম্যান ম্যাথুজ। নতুন ব্যাটসম্যান প্রথম বলের মুখোমুখি হওয়ার জন্য ৩ মিনিট সময় পান। যদিও বিশ্বকাপে সেটি ২ মিনিট। সেই সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি লঙ্কান ক্যাপ্টেন। হেলমেট ঠিক নেই, এমন একটা কিছু দেখানোর চেষ্টা করেন তিনি। তার কথায় সাড়া দেননি সাকিব। নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে টাইমড আউট দেন আম্পায়ার।
সামাবিক্রমরা ফেরার পর পরই একটি বলও মোকাবিলা করার আগে আউট ম্যাথুজ। আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে মাঠে নেমে খেলার জন্য প্রস্তুত হতে হয়। কিন্তু ম্যাথুজ বেশি সময় নিয়ে নেন। সে কারণে তাকে আউট দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো ব্যাটসম্যান এমন আউট হলেন।
এরপর বাংলাদেশ ম্যাচটাও জিতল। টানা ৬ হারের পর জয়। তাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশাটাও বেঁচে থাকল!
Discussion about this post