ওয়ানডে ক্রিকেটের মিশন শেষ। এবার টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সেই পুরনো মেজাজ ফিরিয়ে আনতে চাইছে টাইগাররা। ওয়ানডেতে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে উঠতে চায় মাশরাফি বিন মর্তুজার দল। এরইমধ্যে নেলসন থেকে নেপিয়ারে পৌঁছে গেছে দল।
তার আগে বিমানবন্দরে হাসি-খুশি মেজাজে দেখা গেল তাদের। পেসার তাসকিন আহমেদ বলছিলেন, ‘দেশবাসীর দোয়া চাই। যাতে আমরা নতুন বছরটা ভালো খেলতে পারি।’ দেখা গেল সিনিয়র কয়েকজন ক্রিকেটারের স্ত্রীরাও পৌঁছে গেছেন নিউজিল্যান্ডে।
মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী সন্তানরা আগেই গেছেন। রোববার গেলেন সহ-অধিনায়ক সাকিব আল হাসানের স্ত্রী-সন্তান। । অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী-সন্তানদেরও নাকি নিউজিল্যান্ডে যাওয়ার কথা। সব মিলিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথে আছেন ক্রিকেটাররা। এখন মাঠে ঝড় তোলার অপেক্ষা।
রোববার নেপিয়ারে অনুশীলন করেনি দল। বিকালে টিম হোটেলে খেলোয়াড়রা কোচ-প্রধান নির্বাচক বৈঠক করেছেন। তারপর থেকে বিশ্রামে সময় কেটেছে ক্রিকেটারদের। তবে একদিন বাদেই মাঠের লড়াই। মঙ্গলবার সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। যা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।
তিন ম্যাচ টি-টুয়েন্টির পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।
Discussion about this post