ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঝ পথে থমকে যাওয়ার পরই দেশে ফেরেন তিনি। এরপর জানিয়ে দেন, পাকিস্তান সুপার লিগে খেলার ইচ্ছে নেই। তিনি খেলতে চান ঘরোয়া ক্রিকেট লিগে। সেই কাজটিই করেছেন সাকিব আল হাসান। এখন ব্যস্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলায়। তার পরিবার অবশ্য রয়েছে মার্কিন যুক্তরােষ্ট্রে।
খেলোয়াড়দের জীবনটাই তো এমন। আন্তর্জালে চলে যোগাযোগ। এবার অলরাউন্ডারের মেয়ে ইরাম হাসান চলে এসেছেন আলোচনায়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন সাকিব।
ইরাম চকোস্প্রেডের একটি কন্টেনারে হাত ঢুকিয়ে চেটেপুটে খেচ্ছেন। অবশ্য যতোটা না খাচ্ছেন তারচেয়ে বেশি মাখামাখি করেছে মুখে। যেমনটা করে থাকে অন্য বাচ্চারা।
কন্যার এমন ছবি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন সাকিব। শেয়ার করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। সে ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। এইতো গত বছর ২৪ এপ্রিল সাকিব ও তার স্ত্রী শিশিরের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছিল। তিনি মেয়ের নাম রাখেন ইরাম।
সাকিবের তিন সন্তান। প্রথম দুজন কন্যা সন্তান। চলতি বছরের ১৫ মার্চ পুত্রসন্তান হয়েছে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের। সাকিব-শিশিরের বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি। তার পাঁচ বছর বয়স। এর আগে বিশেষ দিন ২০১২ সালের ১২ ডিসেম্বরে সাকিব ও শিশিরের বিয়ে হয়। মানে ১২-১২-১২ তে বিয়ে হয় তাদের!
Discussion about this post