স্পিনেই অস্ট্রেলিয়াকে কুপোকাত করল বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের সফরকারীদের ১ম ইনিংস শেষ ২১৭ রানে। টাইগারদের বিপক্ষে টেস্টে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। ২০০৬ সালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৬৯ রানে অলআউট হয়েছিল সফরকারীরা। সোমবার সর্বনিম্ম রানের লজ্জা দিয়ে ৪৩ রান লিড পেল মুশফিকুর রহীমের দল।
ব্যাট হাতে দুর্দান্ত খেলার পর বোলিংয়েও সফল সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। এনিয়ে ষোলবারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি। মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল একটি উইকেট পেয়েছেন।
এর আগে মিরপুর টেস্টে প্রথম দিনে ১ম ইনিংসে বাংলাদেশ ২৬০ রান তুলে অলআউট হয়। সাকিব-তামিমের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি।সাকিব খেলেন ৮৪ রানের এক ইনিংস। তামিমের ব্যাটে ৭১।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে যা একটু লড়লেন ম্যাট রেনশ (৪৫), হ্যান্ডসকম্ব (৩৩)ও অ্যাগার (৪১)। অন্যরা পুড়েছেন সাকিব-মিরাজের স্পিনে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭ (ওয়ার্নার ৮, রেনশ ৪৫, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হেইজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মুস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)
Discussion about this post