মিরপুরের উইকেট এমনিতেই দারুণ পছন্দের সাকিব আল হাসানদের। আর সেটা যদি হয় প্রিয় ফরম্যাট তখন তো হোম অব ক্রিকেটে দল ছন্দে থাকবেই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই রোববার বল হাতে ঝলসে উঠলেন টাইগার বোলাররা। তার পথ ধরে দুইশর আগেই অলআউট ভারত।
সাকিবের ঘূর্ণি আর ইবাদত হোসেনের গতির সামনে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। সাকিব তুলেছেন ৫ উইকেট। ইবাদতের শিকার ৪ উইকেট। এটি তার সেরা বোলিং ফিগার!
মিরপুরে রোববার সাকিবের স্পিনেই দিশেহারা হয়ে যায় ভারতের ব্যাটাররা। ওয়ানডেতে বাঁহাতি স্পিনার মধ্যে ভারতের বিপক্ষে সেরা বোলিংয়ের কীর্তি গড়েন সাকিব। ভারতের ইনিংসে পঞ্চাশ রানের জুটি মাত্র একটি। আবার পঞ্চাশ রানের ইনিংসও একটি। দলের সর্বোচ্চ ৭৩ রান আসে লোকেশ রাহুলের ব্যাটে। রোহিত শর্মা ২৭ ও শ্রেয়স আইয়ার করেন ২৪।
৩৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা সাকিব। ইবাদত ৪৭ রানে নেন ৪ উইকেট। মিরাজ নেন একটি উইকেট। মুস্তাফিজুর রহমান উইকেট না পেলেও ভাল বল করেছেন। আর টস জেতা অধিনায়ক লিটন দাসও ছিলেন দুর্দান্ত। ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে বোলিং পরিবর্তনে চমক রেখেছেন। আর দেখার মতো একটা ক্যাচও নিয়েছেন।
ওয়ানডেতে এর আগে ভারতের সঙ্গে একবারও তিন উইকেটের বেশি নিতে পারেননি সাকিব। ১৯তম ম্যাচে এসে পেলেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে তার আগের সেরা ছিল ২৭ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪১.২ ওভারে ১৮৬/১০ (রোহিত ২৭, ধাওয়ান ৭, কোহলি ৯, শ্রেয়াস ২৪, রাহুল ৭৩, ওয়াশিংটন ১৯, শাহবাজ ০, শার্দুল ২, চাহার ০, সিরাজ ৯, কুলদিপ ২*; মুস্তাফিজুর ৭-১-১৯-০, হাসান ৭-১-৪০-০, মিরাজ ৯-১-৪৩-১, সাকিব ১০-২-৩৬-৫, ইবাদত ৮.২-০-৪৭-৪)
Discussion about this post