ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টে হারের পরই শোনা গিয়েছিল দুঃসংবাদ। ঢাকা টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। ঊরুর ইনজুরিতে ছিটকে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেই খবরের রেশ মিলিয়ে না যেতেই আরেক খবর- বৃহস্পতিবার শুরু ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারছেন না সাদমান ইসলামও। তিনিও ইনজুরিতে ছিটকে গেলেন দল থেকে।
প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় কোমরে চোট পান সাদমান। এ কারণেই খেলতে পারছেন না দ্বিতীয় টেস্টে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দেখার মতো হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাদমান। কিন্তু দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ইনিংসে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। পিছলে পড়েব্যথা পান নিতম্বে সাদমান। যদিও এরপর থেকে সেরে ওঠার লড়াইয়ে ছিলেন। তারপরও সতর্কতার অংশ হিসেবে তাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয়ার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল দল। কারণ সামনেই নিউজিল্যান্ড সফর।
চট্টগ্রাম টেস্টে উইন্ডিজের প্রথম ইনিংসে বোলিংয়ের সময় পায়ের মাংসপেশিতে চোট নিয়ে মাঠ ছাড়েন সাকিব। তারপর আর মাঠে নামা হয়নি তার। এমন কী ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকে।জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে বাসায় উঠেছেন। তার স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানসম্ভবা। তার পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যেতে চান না তিনি। এরইমধ্যে ছুটি চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর।
সাকিব আল হাসানের বদলি হিসেবে ঢাকা টেস্টে সৌম্য সরকারকে দলে ডেকেছে বিসিবি। মনে হচ্ছে দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের সঙ্গে তিনিই করবেন ব্যাটিংয়ের সূচনা। দল চাপে। চট্টগ্রামে হেরে বিপাকে মুমিনুল হকরা। এ অবস্থায় ঢাকায় জিতলেই কেবল সিরিজে হার বাঁচানো সম্ভব। সেই মিশনেই মাঠে নামবে টাইগাররা।
Discussion about this post