একেই বলে দুর্ভাগ্য! আগের ম্যাচেই তিনি ছিলেন জয়ের নায়ক। কিন্তু এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। আঙুলের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।
তার ইনজুরিতে ভাগ্য খুলল এনামুল হক বিজয়ের। বিসিবি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। সাকিব আল হাসানের চোটে কপাল খুলল এনামুল হকের। ৮ বছরের বেশি সময় পর বিশ্বকাপ দলে তিনি। আইসিসির টেকনিক্যাল কমিটি বিজয়কে দলে নেওয়ার বিষয়টিতে অনুমোদন দিয়েছে।
সাকিবের জন্য আরও দুঃসংবাদ। আঙুলের চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে তার খেলা নিয়েও শঙ্কা রয়েছে।
সোমবার দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে জয়ে ফেরে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ১৬৯ রানের জুটি গড়েন বাংলাদেশ ক্যাপ্টেন। ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন সাকিব।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘ইনিংসের শুরুর দিকে সাকিবের বাম হাতের তর্জনীতে বল লাগে। তবে ব্যথানাশক ওষুধ নিয়ে ও সহায়ক টেপ পেচিয়ে ব্যাটিং চালিয়ে নেন তিনি। ম্যাচ শেষে দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে তার ওই আঙুলের কড়ির মাঝে চিড় ধরা পড়ে। এখান থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য তিনি আজই বাংলাদেশের জন্য রওনা হবেন।’
এ মাসেই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সিলেটে দুই ম্যাচের প্রথমটি টেস্ট শুরু ২৮ নভেম্বর।
Discussion about this post