গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ব্যাটে-বলে দারুণ ভূমিকা ছিল তার। ব্যাট হাতে ১৪৯.৩৪ স্ট্রাইক রেটে করেছিলেন ২২৭ রান। পাশাপাশি বল হাতে তুলে নিয়েছিলেন ওভারপ্রতি ৬.৬৮ রান দিয়ে ১১ উইকেট।
তাইতো বলিউড বাদশাহ শাহরুখ খান বারবারই মেতেছেন সাকিব বন্দনায়। তাকে নিয়ে টুইটও করেছেন। কিন্তু এবার শাহরুখ মিস করবেন তার অন্যতম সেরা অস্ত্রটিকে। বিদেশী লিগে খেলার অনুমতি নেই সাকিবের। শৃংখলা ভঙ্গের কারন দেখিয়ে সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা লঘু পাপে গুরু দন্ড দিয়েছেন তাকে। তাইতো কলকাতার হয়ে ভারতে চ্যাম্পিয়ন্স লিগও খেলতে পারবেন না বাংলাদেশ অলরাউন্ডার। দলের অন্যতম সেরা ক্রিকেটারকে না পেয়ে হতাশ কেকেআর। দলটির প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বৃহস্পতিবার জানালেন, ‘দেখুন, সাকিব আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তাকে চ্যাম্পিয়ন্স লিগে না পাওয়াটা দুর্ভাগ্যজনক। কিন্তু কিছু করার নেই। আমাদের বিকল্প কাউকে খুঁজে নিতে হবে। তার জায়গা সহজে পূরণ হওয়ার নয়।’
চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী সাকিবের জায়গায় অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কেকেআর।
Discussion about this post