ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিতর্কের মধ্যে একদিন আগেই হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার এ তারকা ক্রিকেটারকে দেখা গেল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে। সকাল থেকেই শুরু করে দিয়েছেন ব্যাট-বলের অনুশীলন। এ থেকেই তো বোঝা যায় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য প্রস্তুত হচ্ছেন এ তারকা।
বুধবার সকাল ৯টায় মিরপুরের ইনডোরে আসেন সাকিব। একজন থ্রোয়ারকে সাথে নিয়ে কাজ করেন তিনি। শুরুতেই ঝালাই করেন নেন ব্যাটিংটা। প্রায় এক ঘণ্টা যাবৎ ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এরপর তিনি শুরু করেন বোলিং অনুশীলন। আইপিএলের প্রস্তুতিটা যে ভালোভাবেই দেশ থেকে সেরে যাচ্ছেন তা বলাবাহুল্য।
এবারের আইপিএলে সাকিব খেলবেন পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। ইতোমধ্যে কোয়ারেন্টিন শুরু করে দিয়েছে দলটি। জাতীয় দলের বাইরের ভারতীয় ক্রিকেটাররা ছাড়াও দুই ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল সেই তালিকায় নাম লিখিয়েছেন।
সাকিব কবে কলকাতা নাইটরাইডার্সে যোগ দেবেন তা এখনও জানা যায়নি। হয়তো বোর্ড মিটিংয়ের পর সব পরিস্কার হবে।
Discussion about this post