বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ফের সম্পর্ক গড়তে যাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। শুক্রবার ঢাকায় এসেই সুখবর পেলেন এই ভারতীয় কোচ।
বাংলাদেশের টি-টুয়েন্টি দলের পরামর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনায় বসতে এসেছিলেন তিনি। এরপরই জানা গেল-২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করল বিসিবি। অবশ্য এখনই অফিসিয়ালি কোন পক্ষ এনিয়ে বিস্তারিত কিছু জানায়নি।
বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, ‘তিনি ঢাকায় এসেছেন বোর্ডের সঙ্গে আলোচনা করতে। কদিন পর তিনি আবার আসবেন।’
শুক্রবার বিসিবির প্রেসিডেন্ট বক্সে বিপিএলের ম্যাচ দেখেন শ্রীরাম। যেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়েছে তার। শ্রীরামকে পরামর্শক হিসেবে লম্বা সময়ের জন্য পেতে চেয়েছেন সাকিব। বিসিবিরও ব্যাপারটি ইতিবাচকভাবেই দেখেছে।
অবশ্য সাকিব আগে থেকেই শ্রীরামের সঙ্গে লম্বা সময়ের চুক্তির ব্যাপারে আগ্রহ। গণমাধ্যমে বলেছিলেন, ‘তার অধীনে আমরা সম্ভবত ১১টি (১৩) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি এই তরুণ দলের জন্য সে খুব ভালো করেছে। আমি আশা করি সে বাংলাদেশের কোচ হিসেবে কাজ করে যাবে।’
শ্রীরামকে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তিন মাসের জন্য নিয়োগ দেয় বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ দিয়ে তার যাত্রা শুরু। এরপর নিউজিল্যান্ডে খেলেছিল ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। তার অধীনে বাংলাদেশ ১৩ টি-টুয়েন্টি খেলে চারটি জিতলেও হেরেছে নয় ম্যাচে।
এই সময়টাতে টি-টুয়েন্টিতে বাংলাদেশ ইতিবাচক ক্রিকেট খেলেছে। লড়েছে। পাল্টে গেছে অ্যাপ্রোচ। তাইতো শ্রীরামের সঙ্গে এবার লম্বা সময়ের জন্য চুক্তি করল বিসিবি।
Discussion about this post