ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে সফল আবু জায়েদ চৌধুরী রাহি। গতির সঙ্গে সুইংয়েই ভালো করছেন এই পেসার। তবে এখানেই থামতে রাজি নন তিনি। এবার এ ডানহাতি পেসার নতুন অস্ত্র যোগ করতে চান। এ অবস্থায় টিম সাউদির কাছ থেকে ‘বাবল বল’ শেখার চেষ্টা করছেন তরুণ এ টাইগার।
ওয়েংলিটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন জায়েদ। সেই সংখ্যাটা আরও বেশি হতে পারত যদি না মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার ক্যাচ না ছাড়তেন। দলে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ড কন্ডিশনে মোস্তাফিজুর রহমানের চেয়েও বেশি কার্যকর জায়েদ। আগামীকাল ক্রাইস্টচার্চে শেষ টেস্টেও বাংলাদেশের পেস আক্রমণে প্রধান ভরসা তিনি। গতকাল সংবাদমাধ্যমে ‘বাবল বল’ নিয়ে সাউদির তালিম নিতে চান বলে জানিয়েছেন এ পেসার, ‘বাবল বল যেটা সাউদি মারে প্রায়ই, এটা নিয়েও কাজ করছি। এটা অনেকটা ক্রস সিমের মতো, আউট সুইংয়ের মতো গ্রিপ থাকে। বলটা পড়ে ইনসুইং করে। এটা শেখার চেষ্টা করছি। ম্যাচ শেষে সাউদির সঙ্গে বসব।’
নিজে ভালো করলেও দলের করুণ অবস্থার জন্য মন ভালো নেই জায়েদের, ‘এখানে আমাদের কিছুটা উন্নতি হচ্ছে। বাংলাদেশের চেয়ে এখানে বেশি সুইং পাচ্ছি। নিজের পারফরম্যান্সের চেয়ে ফলটা বেশি গুরুত্বপূর্ণ। টিম যদি ফল পেত, তাহলে বেশি ভালো লাগত।’
এবারের কিউই সফরে টাইগারদের পেস আক্রমণ দুর্বল। পাঁচ দিনে ম্যাচে ভালো করতে বেশি অভিজ্ঞতা অর্জন প্রয়োজন বলে মনে করেন জায়েদ, ‘আমরা যে কজন পেসার খেলছি, তাদের মধ্যে মোস্তাফিজ শুধু ১১ (আসলে ১৩ টেস্ট) ম্যাচ খেলছে। তাই আমার কাছে মনে হয়, আরও টেস্ট খেলা উচিত। আরও খেলার সুযোগ দেওয়া উচিত। অন্যান্য দেশের বোলারদের দেখেন অনেক টেস্ট খেলছে। টেস্ট হলো অভিজ্ঞতার ক্রিকেট। যত বেশি টেস্ট খেলবেন, তত অভিজ্ঞ হবেন এবং বুঝতে পারবেন টেস্ট ক্রিকেট কেমন।’
 
			 
                                









Discussion about this post