ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসির গত চার আসরের মধ্যে তিন বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। কিন্তু একবারও দলটি পারলোনা বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরতে। যার শেষটা দেখা গেল রোববার বাংলাদেশ সময় রাতে। স্বাভাবিকভাবেই দলটির এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। তবে ব্ল্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্বকাপে নিজেদের খেলা নিয়ে গর্বিত নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার ফাইনাল ম্যাচের ভাগ্য বেশ আগেই নিশ্চিত করে দেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে অনেকক্ষণ ধরে টুর্নামেন্ট সেরা ও আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বলতে দেখা যায় উইলিয়ামসনকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে নিজের মতোই ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। হার মেনে নিয়ে প্রাপ্য কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকে। নিজেদের অর্জনগুলোকে দেখালেন বড় করে, ‘আমাদের কাজই খেলা। খেলতে গেলে হার-জিত থাকবেই। হারের মতো ধরনের ব্যাপার যে কোনো দিনই ঘটতে পারে।’
তিনি আরও বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেমন ক্রিকেট খেলতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত। ফাইনালে যে কোনো কিছুই হতে পারে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের কথা এসেছে, যদি সময় থাকে, এ নিয়ে লম্বা আলোচনা হতে পারে। আজ আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট ভালো ছিল না। কিন্তু ব্যাপারগুলো এভাবেই হয়ে থাকে।’
আইসিসি বিশ্বকাপে সবশেষ চার আসরের তিনটিতেই ফাইনালে খেলা কম কথা নয়। সঙ্গে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম আসরের শিরোপা জয়ের কীর্তি। সব মিলিয়ে নিউজিল্যান্ডের ধারাবাহিকতার বড় ছবিটাই দেখালেন উইলিয়ামসন, ‘এই ধরনের প্রতিযোগিতায় জিততে আমরা এখনও একটি দল তৈরি ও সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা ফল চাই, যেমনটা চায় অন্য অনেক দলও। চূড়ান্ত লড়াইয়ের দিনে যে কোনো কিছুই হতে পারে। আমরা গ্রুপ পর্ব থেকেই দেখেছি, এই প্রতিযোগিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমন অনেক দলই রয়েছে যাদের এই শিরোপা জেতার সামর্থ্য আছে। আমাদের দল শিরোপা জিততে যেভাবে চেষ্টা করেছে তাতে আমি গর্বিত। সব দলই শক্তিশালী। প্রতিদিন পুরোপুরি সম্পৃক্ত থেকে নিজেদের সেরা ক্রিকেট খেলে যেতে হয়। এই প্রতিযোগিতায় আমরা পুরোটা জুড়েই ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। ফাইনালের অংশ হতে পারে দারুণ ব্যাপার। জিততে পারলে অবশ্যই আরও ভালো হতো।’
Discussion about this post