ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ বছর কি আর টেস্ট খেলতে পারবে বাংলাদেশ?
-প্রশ্নের উত্তরই এখনই মিলছে না। তবে করোনাভাইরাসে দৃশ্যপট পাল্টে গেছে। একের পর এক সিরিজ বাতিল হচ্ছে টাইগারদের। এবার স্থগিত হয়ে গেল শ্রীলঙ্কা সফরও।
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পর নির্ধারিত সময়ে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার সঙ্গেও। সব মিলিয়ে করোনার জন্য পাঁচটি সিরিজ বাতিল হলো তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের। পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও নির্ধারিত সময়ে খেলার সুযোগ নেই।
আগামী মাস মানে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের কথা থাকলেও করোনার কারণে যাওয়া হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচীতে ছিল এই সফর। কিন্তু বুধবার আইসিসি জানাল-জুলাইতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত। বিবৃতিতে জানায়, ‘জুলাইয়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের কথা থাকলেও সেটি আপাতত স্থগিত করা হয়েছে।’
এনিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এটি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। কারণ ওরা আয়োজক। আমার বলাটা ঠিক হবে না। নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজটা সেটার আয়োজক আমরা ছিলাম বলে আমরা জানিয়েছি। কিন্তু এটা ওরা জানাবে।’
এদিকে বিজ্ঞপ্তিতে এসএলসি বলে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট ঘোষণা করছে- বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসএলসিকে জানিয়েছে যে, বাংলাদেশের এখনও এমন পরিস্থিতি আসেনি যে খেলোয়াড়রা কোনো সিরিজ খেলতে যেতে পারবে। এমনকি করোনাভাইরাস বিপর্যয়ের কারণে খেলোয়াড়দের অনুশীলনের ঘাটতিও রয়েছে।;
এ কারণেই সিরিজটি স্থগিত হলো। টেস্ট খেলতে যাওয়া হচ্ছে না মুশফিক-মুমিনুলদের। সুবিধা মতো সময়ে অনুষ্ঠিত হবে এই সিরিজ।
Discussion about this post