ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট হাতে যোগ্যতার পরিধিটা দেখালেন তিনি। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে খেললেন অসাধারণ এক ইনিংস। রস টেলরের পাশাপাশি শতরান করলেন হেনরি নিকলসও। তাদের সেঞ্চুরি ভর করেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড পেলে অনায়াস এক জয়। শ্রীলঙ্কাকে ১১৫ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে কিউইরা।
মঙ্গলবার নেলসনের স্যাক্সটন ওভালে প্রথমে ব্যাট করে টেলর (১৩৭) ও নিকলসের (১২৪*) দাপটে ৪ উইকেটে ৩৬৪ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪১.৪ ওভারে শ্রীলঙ্কা অলআউট ২৪৯ রানে।
যদিও টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভাল ছিল না। ৩১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় কিউইরা। মার্টিন গাপটিল ও কলিন মানরোকে সাজঘরের পথ দেখিয়ে দেন লাসিথ মালিঙ্গা। এরপরই দৃম্যপট পাল্টে দেন টেলর ও কেন উইলিয়ামসন। তারা গড়েন ১৩০ বলে ১১৬ রানের জুটি। অধিনায়ক উইলিয়ামসনকে ৬৫ বলে ৫৫ রান করে ফিরে যান।
এরপর চতুর্থ উইকেটে হেনরি নিকলস ১২০ বলে টেলরের সঙ্গে গড়েন ১৫৪ রানের জুটি। টেলর ফিরেন ১৩৭ রান করে। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪টি ছয়। পঞ্চম উইকেটে জেমস নিশামের সঙ্গে ২৮ বলে ৬৩ রানের জুটি গড়া ১২৪ রানে অপরাজিত থাকেন নিকোলস। ৮০ বলে খেলা ইনিংসে ছিল ১২ চার ও তিন ছয়।
লাসিথ মালিঙ্গা ৯৩ রানে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৬৬ ও কুসল পেরেরার সঙ্গে ৪১ রানের জুটিতে লঙ্কানদের ১ উইকেটে ১০৭ রানের মজবুত ভিত্তি এনে দেন নিরোশন ডিকভেলা। এরপর একাই লড়লেন থিসারা পেরেরা। ৮০ রানে তিনি ফিরতেই সব শেষ। শেষ ৫ উইকেট হারায় মাত্র ৫ রানে।
লকি ফার্গুসন ৪০ রানে নেন ৪ উইকেট। ইশ সোধি শিকার করেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৬৪/৪ (গাপটিল ২, মানরো ২১, উইলিয়ামসন ৫৫, টেইলর ১৩৭, নিকলস ১২৪*, নিশাম ১২*; মালিঙ্গা ৩/৯৩, চামিরা ০/৫৫, প্রদিপ ০/৭৭, থিসারা ০/৮, সান্দাক্যান ১/৫৪, শানাকা ০/৩৬, ডি সিলভা ০/৩৫)।
শ্রীলঙ্কা: ৪১.৪ ওভারে ২৪৯ (ডিকভেলা ৪৬, ডি সিলভা ৩৬, কুসল পেরেরা ৪৩, মেন্ডিস ০, শানাকা ২, থিসারা ৮০, গুনাথিলাকা ৩১, চামিরা ১, মালিঙ্গা ০, সান্দাক্যান ০*, প্রদিপ ০; সাউদি ১/৪৬, হেনরি ০/৬২, ফার্গুসন ৪/৪০, নিশাম ১/৩৪, উইলিয়ামসন ০/২৪, সোধি ৩/৪০)।
ফল: নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড।
ম্যাচসেরা: রস টেলর।
Discussion about this post