ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই বীর মুক্তিযোদ্ধা অনেক দিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্থপতি, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহবায়কও ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিশেষ করে বিসিবির যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন তিনি। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।
স্থপতি মোবাশ্বের হোসেনের ক্রীড়াঙ্গনে মূল ভিত ছিল ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের এই ক্লাবে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে। সবাই তার অবদানকে স্মরণ করেছেন। নব্বই দশকের শেষ সময় ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন স্থপতি মোবাশ্বের। সেই সময় ক্রিকেটে অনেক অবদান রেখেছেন।
রাজধানীর গোপীবাগস্থ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আয়ের অন্যতম উৎস ছিল মাঠের মধ্যে গরুর হাট ইজারা। সেই খেলার মাঠে গরুর হাট হলে খেলোয়াড়দের অনুশীলনে বিঘ্ন হতো। ১৯৯৯ সালে ক্লাবের সভাপতি হয়ে তিনি গরুর হাট বন্ধ করেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গভীর শোক প্রকাশ বলেন, ‘তিনি অনেক গুণের অধিকারী ছিলেন এবং আবেগের সাথে ক্রিকেটকে অনুসরণ করতেন। তিনি সবসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেন এবং খেলার উন্নতির জন্য তার মূল্যবান পরামর্শ দিতেন। বোর্ডের পক্ষ থেকে, আমি স্থপতি মোবাশ্বের হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গনে স্থপতি মোবাশ্বেরের দু’টি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্লাব ও ফেডারেশনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post