ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে আফগান রূপকথার ইতি হল। এশিয়া কাপে প্রথম ম্যাচেই তারা হারিয়েছিল শক্তিশালী শ্রীলঙ্কাকে। এরপরের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষেও তুলে নেয় দারুণ জয়। যেভাবে খেলছিল মনে হচ্ছিল, আরো একটা বিস্ময়কর জয় বুঝি পেতে যাচ্ছে আফগানিস্তান। মঞ্চটাও প্রায় প্রস্তুত ছিল। কিন্তু শেষ মূহুর্তে তাদের চোখের সামনে থেকে জয়টা ছিনিয়ে নিলেন শোয়েব মালিক।
এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই শুক্রবার এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান ৩ বল হাতে রেখে জিতল ৩ উইকেটে। রুদ্ধশ্বাস ছড়ানো ম্যাচে হারল আফগানরা।
এদিন দিবা-রাত্রির এই ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করেৎ আফগানিস্তান। জবাবে নেমে পাকিস্তান ৪৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
পাকিস্তানের জিততে ১২ বলে দরকার ছিল ১৮ রান। তখনই স্পিনার রশিদ খান শিকার করেন মোহাম্মদ নওয়াজের উইকেট। মাত্র আট রান দেন তিনি। তাইতো শেষ ৬ বলে প্রয়োজন পড়ে ১০ রান। তখন বল হাতে নেন আফগানিস্তানের আফতাব আলম। কিন্তু অভিজ্ঞ শোয়েব মালিককে বোকা বানাতে পারেন নি। ছক্কার পর চার তার ব্যাটে। দল পেয়ে যায় দুর্দান্ত এক জয়।
শোয়েব মালিক ৪৩ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা। তারও আগে ইমাম উল হক ও বাবর আজম উইকেট জুটিতে ১৫৪ রান করেন। ১০৪ বলে ৮০ রান করেন ইমাম। আর বাবর ৬৬। রশিদ খান নিয়েছেন ৩ উইকেট। দুটি উইকেট মুজিব উর রহমানের।
এর আগে আফগানিস্তানের হয়ে অধিনায়ক আসগর আফগান করেন ৬৭ রান। হাসমতউল্লাহ ১১৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তিন রানের জন্য পাননি ক্যারিয়ারের প্রথম শতক।
Discussion about this post