ধারণায় ছিল ফাইনালটা পুরোপুরি মুঠোয় পুরে নিয়েছে প্রাইম ব্যাঙ্ক দক্ষিনাঞ্চল। কিন্তু সোমবার চতুর্থদিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক মেনে নিলেন-‘এই ম্যাচে এখনো সমান সম্ভাবনা উভয়দলের।’ শেষ ইনিংসে বিসিবি উত্তরাঞ্চলের আপাত দুর্দান্ত ব্যাটিংই বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালের চিত্র বদলে দিয়েছে।
ট্রফি জয় থেকে চতুর্থদিন শেষে ৩১৮ রান দুরে দাড়িয়ে উত্তরাঞ্চল। আর ফাইনাল জিততে হলে মঙ্গলবার শেষদিনে আরও ৭ উইকেট চাই দক্ষিনাঞ্চলের।
-কোনটা সহজ?
ক্রিকেটীয় হিসেবে অবশ্যই আজ শেষদিনে দক্ষিনাঞ্চলের জয়ের দিকেই বাজির দর বেশি। তবে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা যেভাবে দৃঢ় আস্থা নিয়ে খেলছেন তাতে আজ শেষদিন জয়ের মালা তাদের গলায়ও উঠতে পারে।
চতুর্থদিন সকালেই দক্ষিনাঞ্চলের শেষ ইনিংস থেমে যায় ৫৩৬ রানে। মিথুন আলীর ব্যাট থেকে আসে ১২৬ রান। বাকি ব্যাটসম্যানরা চটজলদি রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ম্যাচ জিততে উত্তরাঞ্চলের সামনে ৫৭৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয়। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বেশি পয়েন্ট নিয়ে থাকা দক্ষিনাঞ্চল ফাইনাল জিতে যাবে-এই চিন্তায় উত্তরাঞ্চল জয়ের চ্যালেঞ্জের পথেই হাঁটে। মাইশুকুর ও জুনায়েদ সিদ্দিকীর ওপেনিং জুটিতে পুরোদুস্তর ওয়ানডে মেজাজে রান এল ৫৭। আক্রমনে স্পিন আসতেই উইকেট হারায় উত্তরাঞ্চল। রাজ্জাকের স্পিনে ৩২ রানে বোল্ড হয়ে ফিরেন মাইশুকুর। জুনায়েদ সিদ্দিকী বড় ইনিংস খেলার পথেই ছিলেন। কিন্তু ৫১ রানে তাকে থামিয়ে দেন শুভগত হোম। ১৬ রানে নাঈম ইসলাম ফেরার পর ১২৬ রানে ৩ উইকেট হারানো উত্তরাঞ্চলের ইনিংস বড় ধাক্কা খায়। কিন্তু সেই ধাক্কা সামাল দেয় ইনফর্ম ব্যাটসম্যান ফরহাদ হোসেন এবং অধিনায়ক নাসির হোসেনের ব্যাট। চতুর্থ উইকেট জুটিতে এই দুজনে যোগ করেন হার না মানা ১২৮ রান। ফরহাদ অপরাজিত ছিলেন ৮৫ রানে। নাসিরের ব্যাট হাসল হার না মানা ৬৫ রান নিয়ে।
আজ ম্যাচের পঞ্চম এবং শেষদিন। উইকেট এখনো পুরোপুরি ব্যাটিং বান্ধব। যেভাবে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা খেলছেন তাতে আজ আরও ৩১৮ রানকে বেশি দুরের পথ মনে হচ্ছে না!
জেতার জন্য ৫৭৩ রানের প্রায় অসম্ভব টার্গেট এখন তাহলে উত্তরাঞ্চলের হাতের নাগালে!
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ২৭১/১০ এবং ২য় ইনিংস : ৫৩৬/১০ (ইমরুল ২০৪, এনামুল ২১, সৌম্য ৪১, মিঠুন ১২৬ , শুভগত হোম ২২, তাইয়াবুর ৩১, রাজ্জাক ৩৩, ; শুভাশীষ ৩/১২৮, ফরহাদ রেজা ২/৫৯, তাইজুল ১/১৫৬)।
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস : ২৩৫/১০ এবং ২য় ইনিস: ২৫৪/৩ (৬৩ ওভারে, মাইশাকুর ৩২, জুনায়েদ ৫১, নাঈম ইসলাম ১৬, ফরহাদ হোসেন ৮৫ ব্যাটিং, নাসির হোসেন ৬৭ ব্যাটিং)।
Discussion about this post