ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়-পরাজয় ছাপিয়ে গত কয়েকমাস টি-টোয়েন্টিতে আলোচনায় ছিল বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স। পাকিস্তান সফরের প্রথম টি-টোয়েন্টিতেও সেটা ধরে রেখেছিল দলটি। কিন্তু শনিবার প্রতিপক্ষের সিরিজের দ্বিতীয় ম্যাচে ছন্নছাড়া ব্যাটিং-বোলিংয়ে উড়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। যে কারণে সফরকারীরা এক ম্যাচ আগেই হারিয়ে বসেছে সিরিজ। তাই এখন দলটির লক্ষ্য সেভাবেই হোক সিরিজের শেষটা জয়ে রাঙিয়ে দেশের বিমান ধরতে।
পাক সফরে গত ম্যাচে প্রত্যাশমতো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ফিল্ডিংও হয়েছে বাজে। একাধিক ক্যাচ-রান আউট হয়েছে মিস। সে সুযোগে পাকিস্তান দুটি ম্যাচই জিতেছে খুব সহজেই। তবে সোমবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দিয়ে জিততে চাইছে বাংলাদেশ। এজন্য একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। যদি তাই হয়, তাহলে আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদের। এদিকে অভিজ্ঞ রুবেল হোসেনও সুযোগ পেতে পারেন। এছাড়া ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন বিপিএলে দুর্দান্ত খেলা নাজমুল হোসেন শান্ত। এজন্য বাদ পড়তে পারেন মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।
ব্যাটিং-ফিল্ডিংয়ে ব্যর্থ হলেও বোলিং মোটামুটি ভালো হয়েছে টাইগারদের। মোস্তাফিজুর রহমান ছাড়া আর সবাই বেশ ছন্দেই ছিলেন। যদিও তাদের নামের পাশে উইকেটের সংখ্যা কম।
প্রথম দুই ম্যাচে পাকিস্তান কোন জায়গায় ব্যবধান গড়তে সক্ষম হয়েছে সেগুলো রোববার সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন শফিউল ইসলাম, ‘আসলে আমদেরও সামর্থ্য ছিল। ধরতে গেলে আমরাও তরুণ দল। রিয়াদ ভাই আর তামিম ভাই ছাড়া দলটা তরুণ। আমরা বিপিএল খেলে আসছি। আমাদেরও ভালো খেলা সম্ভব ছিল। প্রথম ম্যাচে ১০টা রান কম হয়েছে। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ হাফিজ ও বাবর আজম ভালো খেলেছে। তারা ব্যবধানটা গড়ে দিয়েছে। আমাদের আরও ভালো করার সুযোগ ছিল।’
বাংলাদেশ সময় সোমবার দুপুর তিনটায় গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না দল জানিয়েছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৯ ম্যাচে ২৩ উইকেট নেয়া শফিউল, ‘সবাই ভালো করার চেষ্টা করেছে। তাদের দিন ছিল। আমরা কিছু ভুল করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট ভুল হলে সমস্যাই। এই ভুল গুলোর কারণেই ফল আমাদের পক্ষে আসেনি। আমরা পাকিস্তনের জেতার জন্যই এসেছি। হয়ত ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি। এখনও একটা ম্যাচ বাকি। এই ম্যাচটা ভালো করে শেষ করতে চায় সবাই।’
আজ একাদশে যে পরিবর্তন আসছে শনিবার তার আভাস দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো, সবাইকে সুযোগ দিতে হবে। আমরা ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে। তিন খেলোয়াড় এখনো সুযোগ পায়নি, তারা অবশ্যই দলে আসবে এবং আমরা আরও পরিকল্পনা করব।’
এদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আজ একাদশে পরিবর্তনের ইঙ্গিতের সঙ্গে আগ্রাসী ক্রিকেট খেলার ওপর জোর দিয়েছেন, ‘পরিবর্তন আসবে কি না নিশ্চিত না। তবে আমরা কিছু তরুণ ক্রিকেটারকে খেলিয়ে দেখতে পারি শেষ ম্যাচে। যা–ই করি না কেন, শেষ ম্যাচে আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলে জেতার চেষ্টা করতে হবে।’
Discussion about this post