ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সান মানেই তুষার ইমরানের ব্যাটে সেঞ্চুরি। টানা বেশ কয়েক মৌসুম ধরে ধারাবাহিতভাবে ভাল খেলে যাচ্ছেন তিনি। সোমবার থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগেও তার সেই একই ছন্দের দেখা মিলল। রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন খুলনার এই ব্যাটসম্যান। তারপরও তার দল তুলেছে মাত্র ২১০ রানে। জবাবে রাজশাহী দিন শেষ করে ১ উইকেট হারিয়ে ১১৭ রানে।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। মাত্র ১৬ রানেই ২ উইকেট শেষ। তখনই একা ত্রানকর্তা হয়ে উঠেন তুষার। এএক প্রান্ত আগলে দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। ১৪টি চার ও ২টি ছক্কায় প্রথম শ্রেণী ক্রিকেট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন তুষার। অবশ্য ১০৪ রানে থামেন তিনি।
রাজশাহীর হয়ে শফিউল ইসলাম ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া দেলওয়ার হোসেন ও সানজামুল ইসলাম ২টি ও ফরহাদ রেজা ১টি উইকেট নিয়েছেন।
এরপর ব্যাট করতে নেমে রাজশাহীর মিজানুর অপরাজিত ৭৪। সঙ্গে আছেন জুনায়েদ সিদ্দিকি (১)।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ৫২.৩ ওভারে ২১০/১০ (রবি ৩, এনামুল ২৬, আফিফ ০, তুষার ১০৪, সোহান ৪, মেহেদি ৭, সৌম্য ১৩, জিয়া ১, নাহিদুল ২৬, রাজ্জাক ৪*, আল আমিন ০; শফিউল ৫/৪৩, রেজা ১/৬০, দেলোয়ার ২/৩৩, তাইজুল ০/৩৩, সানজামুল ২/২৫)
রাজশাহী ১ম ইনিংস: ২৯ ওভারে ১২২/১ (শান্ত ৪৬, মিজানুর ৭৪*, জুনায়েদ ১*; সৌম্য ০/৯, মেহেদি ০/১২)
#############
পাঁচ উইকেট জুবায়েরের
জাতীয় ক্রিকেট লিগে এবারের মৌসুমের প্রথম দিনই বল হাতে চমক জুবায়ের হোসেনের। তার স্পিন যাদুর সামনে অসহায় ঢাকার ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে অলআউট ২৩৮ রানে। ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে অবশ্য এরপর নেমে তেমন সুবিধা করতে পারছে না চট্টগ্রাম। ২৫ রান তুলতেই শেষ ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ৮১ ওভারে ২৩৮/১০ (মজিদ ৩, রনি ৫৯, সাইফ ৩৪, শুভাগত ২৩, তাইবুর ৬৩, নাদিফ ১০, মোশাররফ ২২, শরিফ ৪, মাহবুবুল ০, নাজমুল ২, শাহাদাত ১*; হাসান ২/৩৬, নাঈম ৩/৭৪, জুবায়ের ৫/৬১)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৭ ওভারে ২৫/২ (সাদিকুর ২৩*, শুক্কুর ০, মুমিনুল ০, তাসামুল ২*; শাহাদাত ২/১৮)
Discussion about this post