জীবনটা হঠাৎ করেই পাল্টে গেছে তার! এইতো গতবছরও ছিলেন সাদামাটা এক তরুন। কিন্তু বছর না ঘুরতেই তিনি রীতিমতো তারকা। মুস্তাফিজুর রহমান, সেরাদের একজন। বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা।
মুস্তাফিজের ২০তম জন্মদিন রোববার। ২০ এ পা রাখলেন তিনি। সবার কাছে ‘কাটার মুস্তাফিজ’ নামেই পরিচিত তিনি। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্ম নেন তিনি। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে বেড়ে উঠেছেন তিনি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মুস্তাফিজ।
অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-১৯ দলে খেলে জাতীয় দলে উঠে এসেছেন জাতীয় দলে।
বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ তার প্রথম দুটি ওয়ানডে ম্যাচে ১১ উইকেট নেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকে ম্যাচসেরা হন তিনি।
এ পর্যন্ত ৬ ওয়ানডে ম্যাচে ১৮ উইকেট এবং ২ টেস্টে ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
শুভ জন্মদিন মুস্তাফিজ!
Discussion about this post