ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা স্বস্তির খবর, আরেকটা অস্বস্তির। সেই ২০১৭ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসছে অস্ট্রেলিয়া। কিন্তু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে থাকা টেস্ট খেলতে নয়। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই এই মিশন। এ বছরই টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অজি ক্রিকেট দল জানাল- ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
গেল বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় সফর। ২০২১ সালেও এ সিরিজটি খেলার ব্যাপারে অনিচ্ছার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু টেস্টের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসতে চায় অস্ট্রেলিয়া। বুধবার ব্যাপারটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
বাস্তবতা চিন্তা করেই সিদ্ধান্তটি নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই এবার বাংলাদেশ সফরে আসতে চায় অজিরা। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। তার আগেই সফরে দল পাঠাতে চায় তারা।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে সাদা বলের ক্রিকেট খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। এ কারণেই ইএসপিএন ক্রিকইনফো ইঙ্গিত ঐ সময় অস্ট্রেলিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করতেও পারে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশে টেস্ট খেলতে আসে সেই ২০১৭ সালে। তখন মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। এরপর আর সাদা পোশাকে মুখোমুখি হয়নি দুই দল।
Discussion about this post