ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত দুই এশিয়া কাপ আক্ষেপ নিয়ে শেষ হয়েছে বাংলাদেশের। দুইবার ফাইনালে খেললেও শিরোপা অধরা হয়েই আছে টাইগারদের। তবে এবার ট্রফি জিতে সেই ফাইনাল জুজু কাটাতে চায় মাশরাফি বিন মর্তুজার দল। শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে সেই মিশনে নেমেছে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস ভাগ্য এমন ম্যাচে কথা বলেনি বাংলাদেশের পক্ষে। দুবাইয়ে এই উইকেটে শেষের দিকে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারেন- এজন্য টস জিতে আগে বল করছে ভারত।
গেল এশিয়া কাপের ফাইনালে এই ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। তবে সেটি ছিল টি-টুয়েন্টি লড়াই। এবার ওয়ানডে। এখানে অবশ্য দলের অন্যতম সেরা দুই তারকা আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই লড়তে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।
একাদশে বদল এনেছে বাংলাদেশ। ব্যাটসম্যান মমিনুল হকের জায়গায় স্পিনার নাজমুল ইসলাম অপুকে দলে নিয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপে এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ১০বারই জয় পেয়েছে রোহিত শর্মার দল। মাত্র একবার জিতে টাইগাররা। ওয়ানডেতেও জয়েও অনেক এগিয়ে ভারত।ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে মোট ৩৩ বার। বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচে। আর বাকী ২৮টিতে ভারত।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post