সব গুঞ্জনের ইতি ঘটছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে ভারত। বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য জার্সি উন্মোচন হয়েছে দলটির। এবার টিম স্পন্সর হিসেবে থাকছে মোবাইল ফোন সেট প্রতিষ্ঠান অপ্পুর লোগো। বিরাট কোহলিরদের জার্সিতে থাকবে তাদের লোগো।
এরইমধ্যে এ টুর্নামেন্টে অংশ নিতে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োজিত অন্তর্বর্তী প্রশাসক কমিটি (সিওএ)। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী অমিতাভ চৌধুরীকে পাঠানো ইমেলে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে নির্দেশ দেয় সেই কমিটি।
তারও আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দল ঘোষণার শেষ সময় ছিল ২৫ এপ্রিল। কিন্তু ঐ সময়ের মধ্যে কেবল মাত্র ভারতই কোনো দল দেয়নি। এরপরই থেকে ক্রিকেট বিশ্বে গুঞ্জন। তবে এবার জানা গেল ভারত থাকছেই। অবশ্য না খেললে আইসিসির সঙ্গে তাদের নতুন ঝামেলা শুরু হবে।
ভারতীয় বোর্ডকে পাঠানো ইমেলে সিওএ লিখেছে, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে অনেক নেতিবাচক খবর ছড়াচ্ছে। যত দ্রুত এটি মিটিয়ে ফেলা যায়, ততই ভালো। আপনি নিশ্চয়ই জানেন ২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের দল দেওয়ার কথা ছিল। কিন্তু তা এখনো নির্বাচন করা হয়নি। যত দ্রুত সম্ভব নির্বাচক কমিটির একটি সভার আয়োজন করুন। বিসিসিআইয়ের আইনগত অধিকার আছে কি না এসব নিয়ে আর মাথা না ঘামিয়ে দল ঘোষণা করা দরকার।’
তার মানে চটজলদিই দল ঘোষণা করবে ভারতীয় বোর্ড।
Discussion about this post