ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে দুশ্চিন্তার মেঘ কাটছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন মাশরাফি বিন মর্তুজা। স্ত্রী সুমনা হক সুমির অসুস্থতার পর ওয়ানডে অধিনায়কের ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলা অনিশ্চিত হয়ে পড়ে। তবে এখন সফরে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।
এনিয়ে অবশ্য গণমাধ্যমে মাশরাফি সরাসরি কিছুই বলেন নি। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আশাবাদী। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যেতে পারেন মাশরাফি। স্ত্রীর অসুস্থতায় নতুন কোন জটিলতা দেখা না দিলে সফরে যাবে অধিনায়ক।
জানা গেছে মাশরাফির স্ত্রী অ্যাপেলো হাসপাতাল থেকে এরইমধ্যে তাদের মিরপুরের বাসায় ফিরে এসেছেন। রক্তে ব্যাকটেরিয়াজনিত জ্বরের কারণে যে ইনজেকশন দেওয়া হচ্ছে, তা বাড়িতেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এটা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই উন্ডিজের পথে উড়াল দেবেন মাশরাফি।
বুধবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাশরাফির স্ত্রী। এখন অবস্থা আগের চেয়ে ভাল। এমন উন্নতি হলে খেলা নিয়ে কোন শঙ্কাই থাকবে না। কেননা, উইন্ডিজের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে ২২ জুলাই।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৫ জুলাই, গায়ানায়।, শেষটি ম্যাচটি সেন্ট কিটসে ২৮ জুলাই।
Discussion about this post