ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিদায়ের সুর বাজতে শুরু করেছে ক্রিস গেইলের। বয়সটাও তো কম হয়নি। গত সেপ্টেম্বরে ৩৯ পেরিয়েছেন। তাইতো এবার লিস্ট ‘এ’ ক্রিকেটকে গুডবাই বললেন তিনি। আর বিদায়টা হল স্বপ্নের মতো। শতরান হাঁকিয়ে গুডবাই বললেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি।
জামাইকার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন ক্রিস গেইল। রোববার ঘরোয়া লিগে তার সেঞ্চুরিতে বার্বাডোজের বিপক্ষে জ্যামাইকা জিতল ৩৩ রানে। কিংস্টোন ওভালে নামেন দুই দলের ক্রিকেটারদের গার্ড অব অনারে মাঠে নামেন গেইল।
এরপর ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। ১১৪ বলে ১০ চার ও ৮ ছয়ে ১২২ রানের দারুণ এক ইনিংস খেলেন গেইল। জ্যামাইকা ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট। তারপর ১৯৩ রানে শেষ হয় বার্বাডোজের ইনিংস। ১০ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে গেইল নিয়েছেন ১টি উইকেট।
জ্যামাইকার হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে না খেললেনও চার দিনের ম্যাচে অংশ নেবেন গেইল। যদিও ক্যারিয়ারের ২৫ বছর সময় দিতে পারেন নি তিনি। এখন পরিবারের জন্য মিলবে বাড়তি সময়। বিদায় বেলায় বলেন, ‘জ্যামাইকার হয়ে শেষ ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করে দারুণ খুশি আমি। তবে আমার কাছে বড় পাওয়া দলে জয়ে অবদান রাখাটা। ৩৯ বছর বয়সী একজন ক্রিকেটারকে মাঠে বসে সমর্থন দেয়ায় আপনাদের ধন্যবাদ। আশা জীবনের বাকি সময় এভাবেই আপনার আমি পাশে পাব।’
গেইলের চোখ এখন ২০১৯ বিশ্বকাপে। আসছে বছর উইন্ডিজের হয়ে ঝড় তুলতে চান তিনি।
Discussion about this post