ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের-এমন কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে কিছুই করা হয়নি। বরং শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে রেকর্ড ব্যবধানেই হেরেছে টাইগ্রেসরা। আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচেই হারল মেয়েরা।
এ’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে হার মানে বাংলাদেশ। এর আগে ২০১৪ বিশ্বকাপে সিলেটে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ৭৯ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। যা কীনা ছিল সবচেয়ে বাজে হারের আগের রেকর্ড। এবার তারচেয়েও বড় লজ্জা যোগ হলো।
মানুকা ওভালে অনুষ্ঠিত ম্যাচে অ্যালিসা হিলি ও বেথ মুনির রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়া করে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান। এটিই বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।
এ অবস্থায় রেকর্ড গড়ার পরিকল্পনা মাথায় রেখে খেলতে নামে সালমা খাতুনের দল। কিন্তু তারা অলআউট মাত্র ১০৩ রানে। অনায়াসে ম্যাচ জিতে নেয় অজি মেয়েরা। অবশ্য দল জিতবেই বা কী করে। বোলিং ছিল এলোমেলো, ফিল্ডিং আরও দৃষ্টিকটু। ক্যাচ মিসের মহড়া চলেছে!
বল হাতে শুরুটা ভাল হয়নি। হিলি করেন ৫৩ বলে ৮৩ রান। ৫৮ বলে ৮১ রানে অপরাজিত মুনি। ১৫১ রানের জুটি গড়ে দুজন নাম লেখান রেকর্ড বইয়ে। এটিই অস্ট্রেলিয়ার হয়ে যে কোনো উইকেটেই প্রথম দেড়শ রানের জুটি। ২০০৫ সালে চতুর্থ উইকেটে কেট ব্ল্যাকওয়েল ও কারেন রোল্টনের ১৪৭ রান আগের সেরা।
খেই হারিয়ে প্রথম ৭ ওভারের মধ্যে ৫ বোলারকে ব্যবহার করেন অধিনায়ক সালমা খাতুন। তারপরও সফল হতে পারেন নি। ৮২ রানে জীবন পেয়ে হিলি ফেরেন ৮৩ রানে। মুনি জীবন পান তিনবার। শেষ পর্যন্ত ৯ চারে অপরাজিত থাকেন ৫৮ বলে ৮১। শেষ দিকে ৩ চার ও এক ছক্কায় ৯ বলে ২২ রান অ্যাশলি গার্ডনারের।
১৯০ রানের লক্ষ্য ছিল টাইগ্রেসদের জন্য মিশন ইমপসিবল। তার চ্যালেঞ্জে পারেনি দল। শুরুতেই ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়েন নিগার সুলতানা ও ফারজানা হক। ৩২ বলে ১৯ রান করেন নিগার। ফারজানা ৩৫ বলে ৩৬। রুমানা আহমেদ ১২ বলে ১৩। অন্যরা ফ্লপ!
ভারতের পর দল হাল অজিদের কাছে। শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৯/১ (হিলি ৮৩, মুনি ৮১*, গার্ডনার ২২*; জাহানারা ৪-০-৪-০, সালমা ৪-০-৩৯-১, নাহিদা ৩-০-২৬-০, খাদিজা ২-০-২৯-০, রুমানা ৪-০-৩০-০, ফাহিমা ৩-০-২৩-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ১০৩/৯ (শামিমা ১৩, মুর্শিদা ৮, সানজিদা ৩, নিগার ১৯, ফারজানা ৩৬, রুমানা ১৩, ফাহিমা ৫*, জাহানারা ১, সালমা ০, খাদিজা ০, নাহিদা ০*; পেরি ৩-০-১২-০, শুট ৪-০-২১-৪, সাদারল্যান্ড ৩-০-২১-১, কেয়ারি ৩-০-১৬-১, ওয়েরহ্যাম ৩-০-১৫-০, জোনাসেন ৪-০-১৭-২)।
ফল: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: অ্যালিসা হিলি
Discussion about this post