সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ফের মাঠে গড়াল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দেশের শীর্ষ ১২ ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামল সোমবার থেকে। বিকেএসপির দুটি মাঠ ও মিরপুর শেরেবাংলায় সকাল থেকে প্রথম খেলা মাঠে গড়িয়েছে। দুপুর দেড়টায় একই মাঠগুলিতে শুরু হবে আরও তিনটি ম্যাচ।
মেঘলা আবহাওয়ায় সাভারের বিকেএসপিতে মুখোমুখি ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অব রূপগঞ্জ। যেখানে লিজেন্ডসদের বিপক্ষে ডিওএইচএস প্রথমে ব্যাট করতে নেমে তুলেছে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান। মাহমুদুল হাসান জয় করেছেন ৫৫ বলে ৭৮। রাকিন আহমেদ ৪৬। জিততে রূপগঞ্জের চাই ১৭২। বৃষ্টিতে খেলা বিঘ্নিত হচ্ছে।
মিরপুরে টস জিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে শুরুতে ব্যাট করতে পাঠাল আবাহনী লিমিটেড। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাটিং করছে ব্রাদার্স ইউনিয়ন।
করোনার মধ্যে ঢাকা লিগ শুরু করেছে বিসিবি। এজন্য বিসিবি নিজের খরচে ১২টি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের জৈব সুরক্ষা বলয়ে রেখেছে। নিয়মিত তাদের করোনা পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। করোনার কারণে ২০২০ সালের মার্চে এক রাউন্ড খেলা হওয়ার পর ঢাকা লিগ বন্ধ হয়ে যায়। একদিনের পরিবর্তে এবার খেলা হচ্ছে টি-টুয়েন্টি ফরম্যাটে।
ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে স্পন্সর প্রতিষ্ঠানটি।
Discussion about this post