বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তিনি আতঙ্কের এক নাম। দক্ষিণ আফ্রিকার এই পেসার বল হাতে বেশ সফল। কাগিসো রাবাদা এই সাফল্যের পথ ধরে নতুন এক । গতকাল সৌম্য সরকারের উইকেট তুলে নেয়ার মাধ্যমে এই বছরই তিনি ৫০টি উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।এই ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন। তার এ বছর মোট উইকেট সংখ্যা ৫৫টি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও এই ফাস্ট বোলার নিয়েছিলেন ৫ উইকেট।
এদিকে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস এবং ২৫৪ রানের বিশাল ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে ২-০তে সিরিজ জিতল তারা।
২২ বছর বয়সী এই ফাস্ট বোলারের ২০১৫ সালে অভিষেক হয় মোহালীতে ভারতের বিপক্ষে। টেস্টে রাবাদার মোট উইকেট ৯৬টি। ২২টি টেস্ট ম্যাচ খেলে ৩.৪৫ ইকোমিতে ২৪.৫০ গড়ে এই প্রোটিয়া ফাস্ট বোলারের উইকেট ১০২টি। ৪০ ওয়ানডেতে খেলে নিয়েছেন ৬৫ উইকেট।
Discussion about this post