বিপিএলে রাজশাহী নামে দল থাকলেও এতদিন নিজেদের মাঠে একটি ম্যাচও পায়নি উত্তরবঙ্গের এই ক্রিকেটপ্রেমী শহর। দীর্ঘদিনের এই আক্ষেপ এবার কাটতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) আসন্ন মৌসুম থেকেই রাজশাহীতে বিপিএল ম্যাচ আয়োজনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে।
সংস্কারের অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তৈরি হবে ১৬টি প্র্যাকটিস পিচ, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নতুন নাইলন নেট। প্রয়োজনীয় বাজেট ইতিমধ্যে অনুমোদন পেয়েছে, এবং দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছে এনএসসি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এখন পর্যন্ত বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ শুধু তিনটি স্টেডিয়ামে হয়ে আসছে। আমরা বিকেন্দ্রীকরণের জন্য উত্তরবঙ্গের রাজশাহী এবং দক্ষিণবঙ্গের বরিশাল বা খুলনায় সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি।’
রাজশাহীর পাশাপাশি খুলনা ও বরিশালকেও বিপিএলের নতুন ভেন্যু হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিসিবি মনে করছে, ঢাকার বাইরে বড় ম্যাচ আয়োজন হলে ক্রিকেট আরও ছড়িয়ে পড়বে এবং স্থানীয় প্রতিভা গড়ে উঠবে।
Discussion about this post