ক্রিকবিডি২৪.রিপোর্ট
বাংলাদেশ টেস্ট দলে তার নামটা দেখে চমকে গেছেন অনেকেই। কারণ এই সময়টাতে তো তিনি সাদা পোশাকের ক্রিকেটের বাইরে থাকছেন নিয়মিত। বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছিলেন যে ফরম্যাট থেকে সেখানেই ফের ডাক মিলল, অনেকটা অপ্রত্যাশিতভাবেই। অথচ সেই মাহমুদউল্লাহ রিয়াদ ফের ডাক পেলেন টেস্ট দলে।
ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই ১৬ মাস পর টেস্ট দলে তিনি। কারণটা কি?। জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলে কেন জায়গা পেলেন রিয়াদ? এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে নির্বাচকরা কিছু অবশ্য বলেন নি। কথা বললেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
মিরপুরে আকরাম খান গণমাধ্যমের মুখোমুখি হয়ে একদিন আগে বলেন কেন রিয়াদ টেস্ট দলে, ‘দেখুন, আমরা জরুরি একটি সভা করেছি। মিটিংয়ে নির্বাচকরা ছিলেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান ছিলেন। আমাদের কিছু চোট সমস্যা দেখা দিয়েছে। তামিমের পায়ে একটু ব্যথা আছে। মুশফিকের আঙুলে একটু সমস্যা আছে। যেহেতু লম্বা সফর আর জিম্বাবুয়ের কন্ডিশন আমাদের জন্য কঠিন তাই আমরা কোনো ঝুঁকি নেইনি। তাই স্কোয়াডে একজন সদস্য বাড়িয়েছি আমরা।’
সময়ের হিসাব বলছে-২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপরটেস্টে তাকে বিবেচনায় আনেনি টিম ম্যানেজমেন্ট। এমন কী গত বছর লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও ছিলেন না রিয়াদ। তার সব শেষ টেস্ট ইনিংসগুলো ছিল এমন- ৭, ৭, ১০, ১৫, ৬, ৩৯*, ২৫ ও ০। এরপর কী জায়গা থাকে?
এবার টি-টুয়েন্টি অধিনায়ক জায়গা পেলেন টেস্ট দলে। সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চ্যালেঞ্জ নিশ্চয়ই থাকবে রিয়াদের।
Discussion about this post