ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত ৬ রানের হেরে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা শুরু করে বাংলাদেশ। যে কারণে এখন শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশের সুপার টুয়েলভে জায়গা পাওয়া নিয়ে।
প্রথম পর্বের বি গ্রুপের প্রথম ম্যাচ জিতে দুই পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন স্বাগতিক ওমান। তাদের নেট রান রেট +৩.১৩৫। +০.৩০০ রান রেট নিয়ে সমান দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড। তিন ও চারে থাকা বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির নেট রান রেট যথাক্রমে -০.৩০০ ও -৩.১৩৫।
সুপার টুয়েলভে উঠতে বাংলাদেশকে চেয়ে থাকতে হচ্ছে স্কটল্যান্ডের দিকে। পরের দুই ম্যাচে জিততেই হবে টাইগারদের। এছাড়া স্কটল্যান্ডের জিততে হবে বাকি দুই ম্যাচ। তবেই মাহমুদউল্লাহর দল জায়গা করে নেবে সুপার টুয়েলভে। আর যদি একটি খেলায়ও হেরে যায় স্কটিশরা সেক্ষেত্রে বাংলাদেশের পাড়ি দিতে হবে রান রেটের জটিল সমীকরণ।
মঙ্গলবার প্রথম পর্বের বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচ জিততেই হবে টাইগারদের। হারলেই কিন্তু বিদায় নিতে হবে রিয়াদদের।
Discussion about this post