ক্যারিয়ারের মাঝ পথে দাঁড়িয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের বরপুত্র। এইতো শনিবার ক্রাইস্টচার্চে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫০ উইকেট অর্জনের রেকর্ড গড়লেন এই স্পিনার।
এর আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছিলেন সাকিব। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।। তবে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রান ও ৪০০’র বেশি উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি অলরাউন্ডার তিনি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভারে শনিবার দ্বিতীয় দিন শেষ সেশনে সাকিব নেন মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্রান্ডহোমের উইকেট। এরই মধ্য দিয়ে ওয়ানডে, টি-টুয়েন্টি আর টেস্ট মিলিয়ে ৪৫০তম শিকার করে নেন তিনি।
সাকিবের আগে আর মাত্র তিনজন অলরাউন্ডার এ রেকর্ড গড়েছেন। তারা হলেন- ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি।
টেস্টে ১৬৪ উইকেট সাকিবের। ওয়ানডেতে ২২০ ও টি-টুয়েন্টিতে ৬৭ উইকেট। টেস্টে ৩২০৫, ওয়ানডেতে ৪৬৫০ এবং টি-টুয়েন্টিতে ১১৫৯ রান করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫০ উইকেট ও ৯০০০ রান করা ৪ ক্রিকেটার-
কপিল দেব (ভারত): ৯০৩১ রান ও ৬৮৭ উইকেট
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ২৫,৫৩৪ রান ও ৫৫৭ উইকেট
শহিদ আফ্রিদি (পাকিস্তান): ১১,১৮৫ রান ও ৫৪০ উইকেট)
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৯০১৪ রান ও ৪৫১ উইকেট।
Discussion about this post