স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন তিনি! একের পর এক চমক দিয়েই যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিনিই তো নায়ক। তার বীরত্বপূর্ণ ইনিংসের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল ১ উইকেটের অবিশ্বাস্য জয়। শেষ উইকেট জুটিতে ৫১ রান তুলেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। এবার আরেক কীর্তি গড়লেন তিনি। বুধবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও কথা বলল তার ব্যাট। সঙ্গে দুঃসময় পেরিয়ে লড়লেন মাহমুদউল্লাহ রিয়াদও।
দল যখন ৬৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপাকে, তখনই দাপুটে ব্যাটিং রিয়াদ-মিরাজের। রিয়াদ ৭৭ রানে ফিরলেও মিরাজ ছাড়িয়ে গেলেন নিজেকে। খেললেন অপরাজিত ১০০ রানের ইনিংস। এটাই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
বিস্ময়কর ব্যাপার হলো-ইনিংসের শেষ বলে শার্দুল ঠাকুরের বলে এক রান নিয়ে ৮৩ বলে শতকে চলে যান শতরানে। আয়ারল্যান্ডের সিমি সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হয়ে আট বা তার নিচের পজিশনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুললেন মিরাজ।
বাংলাদেশের ইনিংস শেষে ৮৩ বলে ৮ চার ও ৪ ছয়ে ১০০ রানে অপরাজিত মিরাজ। সপ্তম উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ-রিয়াদ। এটিই ভারতের বিপক্ষে ওয়ানডেতে যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ২০১৪ সালে ফতুল্লায় তৃতীয় উইকেটে এনামুল হক ও মুশফিকুর রহিমের ১৩৩ রান ছিল এত দিন সর্বোচ্চ। সেটা ছাড়িয়ে গেল মাহমুদউল্লাহ-মিরাজ!
শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তুলে ৬৮ রান। ১১ বলে ২ চার ও ১ ছয়ে ১৮ রানে অবদান রাখেন নাসুম আহমেদ। ২৩ বল স্থায়ী ৫৪ রানের জুটি গড়নে নাসুম-মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭১/৭ (এনামুল ১১, লিটন ৭, শান্ত ২১, সাকিব ৮, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৭৭, আফিফ ০, মিরাজ ১০০*, নাসুম ১৮*; চাহার ৩-০-১২-০, সিরাজ ১০-০-৭৩-২, শার্দুল ১০-১-৪৭-০, উমরান ১০-০-৫৮-২, ওয়াশিংটন ১০-০-৩৭-৩, আকসার ৭-০-৪০-০)
Discussion about this post