মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েস খেলতে পারছেন না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বৃহস্পতিবার টেস্ট শুরুর আগের দিন সেই ইনজুরির মিছিলে যোগ হল আরেক নাম-মুমিনুল হক। পাঁজরের চোটে ক্রাইস্টচার্চ টেস্টে খেলা হচ্ছে না এই ব্যাটসম্যান।
দলে যখন এমন ইনজুরির আঘাত তখন শেষ মুহূর্তে ডাক পেলেন নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমান। নাটকীয় কিছু না হলে নূরুল হাসান সোহানের মতো এই টেস্টেই অভিষেক হচ্ছে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা শান্তর।
মুশফিক, ইমরুল আর মুমিনুল আউট হওয়ায় দলে জায়গা পেয়েছেন সৌম্য, শান্ত ও মু্স্তাফিজ। এর মধ্যে সৌম্য-শান্তর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। যদিও চূড়ান্ত দল ম্যাচের দিন সকালেই জানানো হবে।
নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার বৃত্তে বন্ধী বাংলাদেশ। প্রথমে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। তারপর টি-টুয়েন্টিতেও একইভাবে ব্যর্থ। সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে টানা ৪ দিন রাজত্ব করলেও এরপরই ফ্লপ। শেষ দিনে অবিশ্বাস্য হার বাংলাদেশের।
এ কারণেই এখন হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই গুরুত্বপূর্ন টেস্ট ম্যাচটি শুক্রবার ভোর চারটায় শুরু হবে।
Discussion about this post