ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটের নিয়মে ৬টি বৈধ ডেলিভারিতে এক ওভার। এই নিয়মের পরিবর্তন আনেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। কিন্তু শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুস্তফিজুর রহমান ৫ বল করতেই ওভার ঘোষণা করেন আম্পায়র গাজী সোহেল!
মিরপুরের শেরেবাংলায় ৫ বলে ওভার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ১৪৮ রানে আটকে রেখেছে বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান দুর্দান্ত বল করেছেন। এরমধ্যে ইনিংসের ম্যাচের ৪০তম ওভারটি নিয়ে তৈরি হয়েছে আলোচনা। যেখানে মুস্তাফিজের করা ওভারটি ৫ বলে শেষ করে দেন আম্পায়ার গাজী সোহেল।
অবশ্য সেই ওভারে সাতটি বল করেন মুস্তাফিজ। যেখানে বৈধ ডেলিভারি ৫টি। প্রথম দুইটি ডট দেওয়ার পর পরের দুইটি বল নো। বৈধ তিন নম্বর বলটিতে ২ রান তুলেন রভম্যান পাওয়েল। পরের দুই ডট। ৫টি বল বৈধ করতেই ওভারের সমাপ্তির টানেন আম্পায়ার।
যদিও ৫০ ওভার খেলতে পারেনি উইন্ডিজ দল। ৪৩.৪ ওভারে দল অলআউট। এবার করোনার কারণে ক্রিকেটীয় নিয়মে কিছু পরিবর্তন এনেছে আইসিসি। অ-নিরপেক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের সীমিত দুই ফরম্যাটে স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করা যাবে।
তার পথ ধরে প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচে দায়িত্ব পালন করছেন দুজন বাংলাদেশি আম্পায়ার- শরফদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল।
Discussion about this post