ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা জয়ই তাদের নিয়ে যেতো বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সেরা চারে। নিশ্চিত হতো সেমি-ফাইনাল। দল যখন জয়ের ছন্দে তখনই কীনা দেখতে হলো হার। প্লে অফের সামনে এসে প্রথমবার ধাক্কা খেলো গাজী গ্রুপ চট্টগ্রাম। তাদের প্রথম হারের তিক্ত স্বাদ দিয়েছে বেক্সিমকো ঢাকা। দলটি পেল হ্যাটট্রিক জয়।
রোববার মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসেই ঢাকা পেয়েছে ৭ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ ওভারে ঢাকা করে ১৪৫ রান। ঢাকা অধিনায়ক মুশফিক ৫০ বলে খেলেন ৭৩ রানের ইনিংস দারুণ ইনিংস। এরপর জবাবে নেমে চট্টগ্রাম থমকে যায় ১৩৮ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকাকে পথ দেখান মুশফিক ও ইয়াসির আলি চৌধুরি। তবে ধীরে খেলে ৭২ বলে ৮৬ রান যোগ করেন তারা। ৩৮ বলে ৩৪ রান করে আউট ইয়াসির।
তবে দারুণ লড়েছেন মুশফিক। এই অভিজ্ঞ ব্যাটসম্যান ফিফটি করেন ৪১ বলে। টি-টুয়েন্টিতে এটি তার ২৫তম ফিফটি। মুশির ৭৩ রানের ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা।
জবাবে নেমে চট্টগ্রাম অবশ্য শেষ অব্দি লড়াই করে। ৫ বলে যখন চাই ১৬ রান, তখন এক ছক্কায় ম্যাচ জমিয়ে তুলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এরপর সুযোগ দেয়নি ঢাকা।
প্রথম তিন ম্যাচে হারার পর এবার টানা তিন জিতল মুশফিকের ঢাকা। অন্যদিকে ৫ ম্যাচে চট্টগ্রাম এবারই প্রথম দেখল হার। দুই দলই আছে সেরা চারের লড়াইয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৪৫/৪ (নাঈম ১৩, সাব্বির ৭, তানজিদ ০, মুশফিক ৭৩ , ইয়াসির ৩৪, ; নাহিদুল ৪-০-১৬-১, শরিফুল ৪-০-৪৮-১, রকিবুল ৪-০-২৪-১, মুস্তাফিজ , মোসাদ্দেক ১-০-৮-০, সৌম্য ৩-০-২৮-০)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ২০ ওভারে ১৩৮/৯ (লিটন ৪৭, সৌম্য ০, মাহমুদুল ২৬, মিঠুন ২১, মোসাদ্দেক ১৩, শামসুর ১০, জিয়াউর ১০, নাহিদুল ৯, রকিবুল ১*, মুস্তাফিজ ৭, শরিফুল ০*; রুবেল ৪-০-২৪-২, নাসুম ৪-০-২৫-০, শফিকুল ৪-০-২৫-১, রবি ৪-০-২৩-২, মুক্তার ৪-০-৩৯-৩)।
ফল: বেক্সিমকো ঢাকা ৭ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম
Discussion about this post