ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু তামিমের। খুলনায় পাকিস্তানের বোলিং আক্রমন অকার্যকর করে তুললেন ডাবলসেঞ্চুরি। থামলেন ২০৬ রানে। তিনিই এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানরে ইনিংসের মালিক।
এর আগে বাংলাদেশের একমাত্র ডাবলসেঞ্চুরিয়ান ছিলেন মুশফিকুর রহীম। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করেছিলেন তিনি। খুলনা টেস্টে শনিবার পঞ্চম ও শেষ দিন ২৬৪ বলে ডাবলসেঞ্চুরি করেন তামিম। এর আগে ২০১০ সালে খেলেছিলেন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। ভারতের বিপক্ষে খেলেন ১৫১ রানের দারুণ এক ইনিংস। শনিবারের ইনিংসের আগে সেটাই ছিল তার ক্যারিয়ার সেরা।
Discussion about this post