প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হতে গিয়েও হলো না। দিনটা শেষ পর্যন্ত বাংলাদেশের হয়নি। লিটন দাস-মুশফিকুর রহিমের শতরানের জবাবে নেমে বেশ লড়ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের করা ৩৬৫ রানের পর নেমে ১ম ইনিংসে ২ উইকেটে ১৪৩ রানে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।
অধিনায়ক দিমুথ করুণারত্নে দারুণ লড়ছেন। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষতা দেখালেন। দ্বিতীয় দিনের শেষে ৭০ রানে অপরাজিত তিনি। তার সঙ্গে আছেন নাইটওয়াচম্যান কাসুন রাজিথা। বাংলাদেশ এখনো শ্রীলঙ্কার চেয়ে ১ম ইনিংসে এগিয়ে ২২২ রানে।
যদিও শেষ বেলায় শেষ সেশনে ম্যাচে ফেরার চেষ্টা করেছে মুমিনুল হকের দল। ২৪ ওভারে শ্রীলঙ্কা তুলে ৫৯ রান। বাংলাদেশ পেয়েছে ২ উইকেট। এখানে একটি ক্যাচ মিস ও একটি রিভিউ নিলে হয়তো হাসিমুখে দিন শেষ হতো স্বাগতিকদের।
৭ চারে ১২৭ বলে ৭০ রান নিয়ে মাঠ ছাড়েন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। তার ব্যাটেই তাকিয়ে দল।
এর আগে মঙ্গলবার দিনের শুরুটা ভালো ছিল শ্রীলঙ্কার। প্রথম ঘণ্টায় দলটি তুলে নেয় সেঞ্চুরিয়ান লিটন দাস, মোসাদ্দেক হোসেনের উইকেট। তাইজুল ইসলাম কিছুক্ষণ লড়ে ফিরে যান। সৈয়দ খালেদ আহমেদ কিছুই করতে পারেন নি। একা লড়াই করে ১৭৫ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
অবশ্য ২৪ রানে শেষ ৫ উইকেট-তখন ৩৬৫ রান বেশ ভালই বলা যায়। লিটনকে নিয়ে মুশফিকুর রহিম গড়েন ২৭২ রানের জুটি। ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশন অব্দি ৫১৩ বল খেললেন লিটন-মুশফিক জুটি। এটি বল খেলার হিসেবে বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম জুটি।
লিটন দাস তার ক্যারিয়ার সেরা ১৪১ রান তুলে বিদায় নেন। মঙ্গলবার লাঞ্চ বিরতির আগে ৫১৩ বল স্থায়ী ২৭২ রানের রেকর্ড জুটি ভাঙে লিটন ফিরতেই। ২৪৬ বল খেলে ফেরেন লিটন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে মুশফিক-লিটন ষষ্ঠ উইকেটে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির জুটি গড়েন। এর আগে সর্বোচ জুটির রেকর্ড দখলে ছিল মুশফিক-আশরাফুলের। ২০১৪ সালে গল টেস্টে ষষ্ঠ উইকেটের জুটিতে ১৯১ রানের জুটি গড়েন দু’জন।
ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেন মুশফিক। ১৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১১১.২ ওভারে ৩৬৫/১০ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, সাকিব ০, মুশফিক ১৭৫*, লিটন ১৪১, মোসাদ্দেক ০, তাইজুল ১৫, খালেদ ০, ইবাদত ০; রাজিথা ২৮.২-৭-৬৪-৫, আসিথা ২৬-৩-৯৩-৪, জয়াবিক্রমা ৩৮-৯-১০৮-০, রমেশ ১৪-০-৫৩-০, ধনাঞ্জয়া ৬-০-২৭-০, করুনারত্নে ৪-১-৮-০)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৪৩/২ (ওশাদা ৫৭, করুনারত্নে ৭০*, মেন্ডিস ১১, রাজিথা ০*; খালেদ ৯-১-২৭-০, ইবাদত ৯-০-৩১-১, সাকিব ৯-৩-১৯-১, মোসাদ্দেক ২-০-১৪-০, তাইজুল ১৭-১-৪৯-০)
# দ্বিতীয় দিন শেষে
Discussion about this post