বেশ জমে উঠেছিল দুই জায়ান্টের লড়াই। শেষপর্যন্ত সেই লড়াইয়ে কেউ জিতল না। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্যানসিরোতে এসি মিলানের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে বার্সেলোনা। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে গোল পেলেন বার্সা তারকা লিওনেল মেসি। তাদের বিপক্ষে এটি মেসির ষষ্ঠ গোল। মিলানের হয়ে গোলটি করেন রবিনহো।
এ অবস্থায় বার্সা ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। ৫ পয়েন্ট সংগ্রহ করা মিলানের অবস্থান দ্বিতীয়।
এদিকে এই গ্রুপের অন্য খেলায় মঙ্গলবার স্কটল্যান্ডের সেল্টিক ২-১ গোলে আয়াক্স আমস্টার্ডামকে হারিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার জিতেছে চেলসি। ফার্নান্দো তোরেসের জোড়া গোলে জার্মানির শালকেকে ৩-০ গোলে হারায় ইংলিশ জায়ান্টরা। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে উঠে এল চেলসি।
তবে হেরে গেছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড তাদের হারায় ২-১ গোলে। গানারদের হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে এখন বরুসিয়া।
Discussion about this post