বাবার পথে তো সন্তানরা হাঁটবেই। এতে অবাক হওয়ার কিছু নেই। সেই পথ ধরে এবার ক্রিকেট মাঠে তামিম ইকবালের পুত্র। অবশ্য তার ছেলে এখনও শিশু। বাবার হাত ধরে এবার শুধু আনন্দ ভ্রমণে তিনি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। যেখানে নিজেকে প্রস্তুত করছেন তামিম।
সব ঠিক থাকলে বৃহস্পতিবার রাতেই নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছাড়বেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। ইনজুরি থেকে ফিরে এখন নিজেকে দেখে নিচ্ছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ব্যাট হাতে ব্যস্ত। এরমধ্যে নেপালে খেলার অনুমতিও মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে।
তার আগে বুধবার ছেলে আরহাম ইকবাল খানকে নিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন তামিম। আরহাম মিরপুরের মাঠে দৌড়াদৌড়ি করে আনন্দে মাতে। বাবা তামিম বাঁহাতি ব্যাটসম্যান। মজার ব্যাপার হলো ছেলে আরহাম ডানহাতি। বাবার মতো ব্যাটিংও করল ও।
ফেসবুকে ছেলের ব্যাটিংয়ের ছবি দিলেন তামিম। নিজের ভেরিফাইড পেজে লিখেছেন, ‘আরহাম আজ মাঠে যেতে চাইল। বাবা আর ছেলে দারুণ সময় কাটালাম। আলহামদুলিল্লাহ।’
তামিমের পুরো পরিবারই খেলার সঙ্গে জড়িত। তার বাবা ইকবাল খান খেলতেন ক্রিকেট ও ফুটবল। চাচা আকরাম খান ছিলেন জাতীয় ক্রিকেট সাবেক দলের অধিনায়ক। বড় ভাই নাফিস ইকবালও ছিলেন লাল-সবুজের ক্রিকেট প্রতিনিধি।
এদিকে নাফিস ইকবালের ছেলে নামির ইকবাল ক্রিকেট খেলছেন। তামিমের ছেলে আরহামও যে ক্রিকেটার হবেন না কে বলতে পারে?
Discussion about this post