ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো গত মাসেই নতুন পরিচয় যোগ হয়েছে মাশরাফি বিন মর্তুজার। রাজনীতিতে নাম লিখিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। নৌকা প্রতীকে নড়াইল-২ থেকে সংসদ সদস্যও হয়েছেন এই অলরাউন্ডার। তবে এবার নতুন পরিচয়টাকে দুরেই সরিয়ে রেখেছেন তিনি। আপাতত পুরো মনোযোগ ক্রিকেটে। তারই পথ ধরে সাফল্যও মিলছে। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ঝড় তুললেন মাশরাফি। রংপুর রাইডার্সের এই পেসার বিপিএলে প্রথমবারের মতো চার উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন কুমিল্লাকে।
মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করল স্টিভেন স্মিথের দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেই মাশরাফির বোলিং তোপে পড়ে দল। শেষ পর্যন্ত ২২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় তারা। গড়ে মাত্র ৬৩ রান। যা কীনা এবারের বিপিএলের সর্বনিম্ন। বিপিএলের সব আসর মিলিয়ে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর।
মাশরাফি মঙ্গলবার চার ওভার করলেন। ১১ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। রংপুরের এই পেসার সাজঘরের পথ দেখিয়ে দেন কুমিল্লার প্রথম চার ব্যাটসম্যান তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস ও স্টিভেন স্মিথকে।
তার বোলিং ফিগারটা শেষ পর্যন্ত দাঁড়ায় মাশরাফি ৪-১-১১-৪! বিপিএলে এই প্রথম চার উইকেট শিকার করলেন রংপুরের ক্যাপ্টেন।
Discussion about this post